নতুন বছরে ঘরের মাঠে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল থেকে। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এ ম্যাচের টিকিটের দাম জানিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের টিকিট আগামীকাল শুক্রবার থেকেই কাটতে পারবেন দর্শকরা। গতবছরের তুলনায় সব গ্যালারির টিকেটের দামই কমানো হয়েছে।
বিজ্ঞাপন
আসন্ন এই ম্যাচের খেলা ৫০ টাকা খরচ করেই দেখতে পারবেন দর্শকরা। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি), পূর্ব গ্যালারি (ফটক-৩) ও গ্রিন হিল এরিয়ার টিকেট পাওয়া যাবে ৫০ টাকায়।
এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মিলবে ৫০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের দাম ২৫০ টাকা ও
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এর টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। ২ নম্বর গেটের পূবদিকের গ্যালারির টিকিটের দাম ১৫০ টাকা।
মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় শুক্রবার সকাল ১০টা থেকে পাওয়া যাবে ওই ম্যাচের টিকেট। পরদিন সকাল ১০টা থেকে স্টেডিয়ামের বুথেও টিকেট বিক্রি করা হবে।
দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

