বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাজিল নয়, পর্তুগালের কোচ হচ্ছেন মরিনিয়ো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল নয়, পর্তুগালের কোচ হচ্ছেন মরিনিয়ো!

কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ হতে পারেন হোসে মরিনিয়ো, এমন একটা গুঞ্জন চলছিল। সম্প্রতি সেলেসাওদের কোচ হিসেবে দরিভাল জুনিয়র বরখাস্ত হওয়ার পরও এমন এক গুঞ্জণ ওঠেছিল। এদিকে পর্তুগাল জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নের কথা বহুদিন ধরেই প্রকাশ্যে বলে আসছিলেন মরিনিয়ো। এবার সেই স্বপ্ন যেন সত্যি হতে চলেছে! পর্তুগিজ গণমাধ্যমগুলো বলছে, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ।

নতুন ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েন্সা নাকি মরিয়া হয়ে উঠেছেন মরিনিয়োকে জাতীয় দলের কোচ করার জন্য। এমনকি এই গ্রীষ্মেই রবার্তো মার্তিনেজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হতে পারে মরিনিয়োকে, এমন খবরই ছড়িয়েছে দেশটির প্রভাবশালী সাংবাদিক রুই সান্তোসের কল্যাণে।


বিজ্ঞাপন


মার্তিনেজের ওপর চাপ বাড়ছে

যদিও ইউরো ২০২৪-এর বাছাইপর্বে নজরকাড়া পারফরম্যান্স করেছে পর্তুগাল, মূল টুর্নামেন্টে গিয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি কোচ রবার্তো মার্তিনেজ। দল নির্বাচন নিয়েও তার বিরুদ্ধে উঠেছে ‘খুব বেশি রক্ষণশীল’ মানসিকতার অভিযোগ। ফলে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিশেষ করে গত মার্চে নেশনস লিগে ডেনমার্কের কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরে গেলে তার চাকরি নিয়েই শঙ্কা জেগেছিল। যদিও লিসবনে দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ে ৫-২ ব্যবধানে জিতে কিছুটা চাপ কমে।

মরিনিয়োকে নিয়েই ভাবছেন প্রেসিডেন্ট


বিজ্ঞাপন


সোমবার টিভি অনুষ্ঠানে রুই সান্তোস দাবি করেন, "হোসে মরিনিয়োকে কোচ করার জন্য পেদ্রো প্রোয়েন্সা প্রচণ্ড চাপ দিচ্ছেন। আগেও কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখনকার প্রেক্ষাপটে এবং তুরস্কে ক্লাব কোচিংয়ের কারণে মরিনিয়ো রাজি হননি। তবে এবার পরিস্থিতি পাল্টেছে।"

তিনি আরও বলেন, "এখন অবস্থা এমন যে মরিনিয়ো আর না করেননি। ফেডারেশন প্রেসিডেন্টের জোরালো আগ্রহের পাশাপাশি এজেন্ট জর্জ মেন্ডেসের প্রভাবেও বিষয়টি এগোচ্ছে। এমনকি পর্তুগাল যদি নেশনস লিগও জিতে যায়, তবুও কোচ পরিবর্তনের ব্যাপারে প্রেসিডেন্টের মনস্থির।"

মরিনিয়োর স্বপ্ন এবার বাস্তব?

মরিনিয়ো নিজেও এর আগে স্বীকার করেছিলেন যে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও রোমায় থাকার সিদ্ধান্তটা ভুল ছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,
"আমি আবেগে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। পর্তুগাল আমাকে দু'বার চেয়েছে, আমি আশা করি তৃতীয়বারও চাইবে। তখন আমি রাজি হবো।"

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর