শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

১১ তলা থেকে পড়ে প্রাণ হারালেন ২৮ বছর বয়সী ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

১১ তলা থেকে পড়ে প্রাণ হারালেন ২৮ বছর বয়সী ফুটবলার

চীনে নিজের অ্যাপার্টমেন্টের ১১ তলা থেকে পড়ে মারা গেছেন গ্যাবোনের জাতীয় দলের ফরোয়ার্ড ও সাবেক এফসি সিনসিনাটি স্ট্রাইকার আরন বুপেনজা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। খবরটি নিশ্চিত করেছে গ্যাবন ন্যাশনাল ফুটবল ফেডারেশন (ফেগাফুট)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বুপেনজা বর্তমানে চীনের ক্লাব ঝেজিয়াংয়ের হয়ে খেলছিলেন। তিনি থাকতেন দেশটির এক বহুতল ভবনের ১১ তলায়। সেখান থেকেই পড়ে প্রাণ হারান তিনি।


বিজ্ঞাপন


ফেগাফুট এক বিবৃত্তে জানিয়েছে,  ‘বুপেন্দজা আমাদের মধ্যে একজন গ্রেট স্ট্রাইকারের স্মৃতি রেখে গেছেন, যিনি ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশনসে নিজের পদচিহ্ন এঁকেছিলেন।’

গ্যাবোন জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলা এই স্ট্রাইকার ক্যারিয়ারে ২১৮ ম্যাচে করেছেন মোট ৯৬টি গোল। খেলেছেন ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও রোমানিয়ার ক্লাবগুলোর হয়ে।

তবে মাঠের বাইরেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৩ সালের নভেম্বর মাসে গ্যাবোনে তাঁর ফোন চুরি হওয়ার পর অনলাইনে ছড়িয়ে পড়ে একটি যৌন কনটেন্ট, যেখানে তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। গ্যাবোনের আইনে পর্নোগ্রাফি ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। দোষী সাব্যস্ত হলে ৫ বছরের কারাদণ্ড ও ১ কোটি সেন্ট্রাল আফ্রিকান ফ্রাঁস (প্রায় ১৭ হাজার ডলার) জরিমানা হতে পারত তাঁর।

তবে পরে বুপেনজা দাবি করেন, তিনি ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন।


বিজ্ঞাপন


সেই ঘটনার রেশ না কাটতেই আরও বিতর্কে জড়ান এই ফুটবলার। যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটির হয়ে খেলার সময় সিটি বারে এক বাকবিতণ্ডায় একজন পেশাদার বক্সারের ঘুষিতে চোয়াল ভেঙে যায় তাঁর। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর অনুশীলন মিস করতে থাকায় ক্লাব কর্তৃপক্ষ ২০২৩ সালের আগস্টে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে।

সিনসিনাটির হয়ে ৩৫ ম্যাচে ৯ গোল করা বুপেনজা ২০২৩ সালে দলটির সাপোর্টার্স শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটি শোকবার্তায় বলেছে,
“চীনে প্রাক্তন ফরোয়ার্ড আরন বুপেনজার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এফসি সিনসিনাটি পরিবারে তিনি ছিলেন ভালোবাসার সদস্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সাবেক সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা।”

আফ্রিকান ক্লাব সিএফ মুনানার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন বুপেনজা। এরপর ২০১৬ সালে যোগ দেন ফ্রান্সের বোর্দো ক্লাবে। যদিও সেখানে বেশিরভাগ সময়ই কাটে ধারে অন্য ক্লাবে। এরপর খেলেছেন তুরস্কের হাতাইস্পোর, কাতার, সৌদি আরব, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে।

চলতি বছরের শুরুতে চীনা ক্লাব ঝেজিয়াংয়ে যোগ দিয়েছিলেন এই গ্যাবোন স্ট্রাইকার। আফ্রিকান কাপ অব নেশনসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর