শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সমালোচনার মাঝেও ওনানার উপর ভরসা রাখছেন ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

সমালোচনার মাঝেও ওনানাকেই গোলবারে চান ম্যানইউ কোচ

ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অলিম্পিক লিওনের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলবারে ফিরছেন আন্দ্রে ওনানা। প্রথম লেগের ড্র হওয়া ম্যাচে দুটো গোলেই বড়সড় ভুল করেছিলেন এই গোলকিপার, তবে ম্যানইউ কোচ রুবেন আমোরিম জানিয়েছেন, ওনানাকেই তিনি শুরু থেকে খেলাবেন।

গত সপ্তাহে হওয়া প্রথম লেগের ম্যাচটি ইউনাইটেড ২-২ গোলে ড্র করে। দুটো গোলেই ওনানার ভুল স্পষ্ট ছিল। লিওনের মিডফিল্ডার নেমানজা ম্যাটিচ পর্যন্ত বলেছিলেন, ওনানা নাকি ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে গোলকিপারদের একজন! তবে সমালোচনার মাঝেও ওনানার পাশে ছিলেন কোচ আমোরিম।


বিজ্ঞাপন


সেই ড্রয়ের পর রবিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ওনানাকে বিশ্রাম দিয়ে তুর্কি গোলকিপার আলতাই বাইন্দিরকে মাঠে নামান কোচ। সে ম্যাচে ইউনাইটেড ৪-১ গোলে হেরে যায়। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে আবারও একাদশে ফিরছেন ওনানা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আমোরিম বলেন, “ওনানা কাল গোলবারে থাকছে। একজন কোচ ও সাবেক খেলোয়াড় হিসেবে আমি সব সময় এমন সিদ্ধান্ত নিতে চাই যা একজন খেলোয়াড়কে সহায়তা করে- শরীর ও মনের দিক থেকে। এক সপ্তাহ বিশ্রাম নিয়েছে সে, এখন প্রস্তুত ফিরতে।”

এদিকে খারাপ খবর ইউনাইটেডের ডাচ ফরোয়ার্ড জোশুয়া জির্কজিকে নিয়ে। নিউক্যাসলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন ২৩ বছর বয়সী এই তারকা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।

“ওর চোটটা খারাপই দেখাচ্ছে। পুরো মৌসুমেই আর দেখা যাবে না জোশুয়াকে। এখন তাকে পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুত করতে হবে,” বলেন কোচ।


বিজ্ঞাপন


ওনানা ও বাইন্দিরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেও, কোচ এ নিয়ে বিতর্কে না গিয়ে বরং নিজের দায় স্বীকার করলেন।

“আমরা মাঠের প্রতিটি পজিশনেই উন্নতি চাই। গোলকিপারও তার ব্যতিক্রম নয়। তবে যদি ভুলের কথা বলতে হয়, তাহলে বলতেই হয়—এই দলে সবচেয়ে বাজে রেকর্ডটা আমারই। আমি পারফর্ম করতে পারছি না, তবু আমি মনে করি আমি সঠিক ব্যক্তি এই দল পরিচালনার জন্য। ওনানার ক্ষেত্রেও আমার বিশ্বাস একই রকম।”

ওনানার পাশে দাঁড়িয়েছেন সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুইরও। তাঁর মতে, “ওনানা অতীতে প্রমাণ করেছে, সে অসাধারণ একজন গোলকিপার। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, অনেক ট্রফিও জিতেছে। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে উত্থান-পতন আসবেই। আমি ওর ওপর পুরোপুরি আস্থাশীল।”

তীব্র সমালোচনার মুখে থাকা ওনানা নিজেকে আবার প্রমাণ করতে পারবেন কি না, সেটা জানতে ফুটবলপ্রেমীদের চোখ এখন ওল্ড ট্র্যাফোর্ডের দিকেই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর