বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে ছুটছে পিএসজি। এবারের মৌসুমে দলটি আছে দুর্দান্ত ছন্দে, নিশ্চিত করেছে সেমিফাইনালে খেলা। শেষ চারে জায়গা করে নিতে অবশ্য রোমাঞ্চকর এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে ফরাসি জায়ান্টদের। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর তুমুল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন উসমান দেম্বেলেরা।
তবে নিজেদের ডেরায় খেলতে নেমে দ্দ্বিতীয় লেগের ম্যাচে ভিলা ফুটবলাররাও কম যাননি, তুমুল লড়াইয়ে ব্যবধান নামিয়ে এনেছিলেন ৫-৪ ব্যবধানে। কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন লুইস এনরিকের শিষ্যরাই। আর এই জয়ের পর এন্রিকে দাবি করেছেন, তার দল বিশ্বের সেরা।
বিজ্ঞাপন
৩-১ ব্যবধানে এগিয়ে থেকে খেলতে নেমে গতকাল ম্যাচের শুরুতেই ২ গোল দিয়ে আরও এগিয়ে যায় পিএসজজি। তবে তুমুল লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল উনাই এমেরির শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত জয় পিএসজিরই।
দারুণ এই ম্যাচের পর গতকাল ম্যাচ শেষে নিজের দলের ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ এনরিকে। তিনি বলেন, “শুধু গোলকিপারই নয়, আমার মনে হয়, আমার গোটা স্কোয়াডই বিশ্বের সেরা। পিএসজির মতো একটি ক্লাবে মানসম্পন্ন ফুটবলার আছে অনেক।”
“যদি দুই ম্যাচ মিলিয়ে (দুই লেগ) বিবেচনা করুন, জয় অবশ্যই আমাদেরই প্রাপ্য ছিল…। আমি খুবই খুশি, কারণ সমর্থকদের আরেকটি সেমি-ফাইনাল উপহার দিতে পেরেছি।”
প্রতিপক্ষ দলের প্রশংসা করে তিনি বলেন, “ম্যাচটি দারুণভাবে শুরু করেছি আমরা, দুটি অসাধারণ গোল করেছি, ফাঁকা জায়গার সুবিধা নেওয়ার চেষ্টা করেছি।”
বিজ্ঞাপন
“তবে ভুলে গেলে চলবে না, এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রতিপক্ষের মানও এখানে কম নয়। দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলা প্রবল তাড়না নিয়ে খেলেছে। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এবং এখানে প্রথমার্ধে আরও পিছিয়ে পড়ায় তাদের হারানোর কিছু ছিল না। সেভাবেই খেলেছে তারা।”