চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। শেষ চারে উঠতে হলে লস ব্ল্যাঙ্কসদের জিততে হবে ৪-০ গোলের ব্যবধানে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর, প্রথম লেগে এত বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে পরের রাউন্ডে যাওয়ার রেকর্ড নেই রিয়ালের।
তবে গানারদের বিপক্ষে কামব্যাক করার হুশিয়ারি দিচ্ছেন দলটির মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। রিয়াল তারকা বলেন, ‘রিয়ালের জন্য তৈরি একটি রাত’ এবং তিনি একটি স্প্যানিশ শব্দ শুনেছেন যার অর্থ হল প্রত্যাবর্তন। গত সপ্তাহ ধরে মিলিয়নেরও বেশি সময় ধরে শব্দটি শুনছেন।
বিজ্ঞাপন
অপরদিকে আর্সেনাল কোচ আর্তেতা চিন্তা করছেন ভিন্ন ভাবে। ‘আমরা তাই বিপরীত বার্তাটি পুনরাবৃত্তি করার চেষ্টা করেছি। খেলোয়াড়দের মস্তিষ্কে গত ৭২ ঘন্টায় তাদের এখানে যা হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন কিছু।’
‘আমরা তাদের খুব কাছাকাছি এবং আশা করি এটি অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি শক্তিশালী। আবারও বলছি, আপনাকে সেখানে থাকতে হবে, বিষয়টি অনুভব করতে হবে এবং আপনাকে এর মধ্য দিয়েই যেতে হবে। আগামীকাল আমাদের সেটাই করতে হবে। আমি বুঝতে পারি যে এ ধরণের কথা তাদের (মাদ্রিদ) তাতিয়ে দেবে।’
এদিকে সেমিফাইনালে যেতে পারলে আকর্ষণীয় পুরস্কার পাবেন রিয়াল ফুটবলাররা। সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ রিয়ালের ড্রেসিংরুমে এসেছিলেন। সেখানে তিনি ওই বার্তা দিয়েছেন।

