শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রিয়ালের ‘রেমন্তাদা’ নাকি শেষ চারে আর্সেনাল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

রিয়ালের ‘রেমন্তাদা’ নাকি শেষ চারে আর্সেনাল?

প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরও আশা ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, "সবকিছুই সম্ভব।" চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচের মুখে এই কথার ওজন অবশ্যই আছে।

তবে বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে যে কাজটা করতে হবে- প্রথম লেগে ৩ গোল ব্যবধানে পিছিয়ে থেকে পরের রাউন্ডে যাওয়া, সেটি রিয়াল এর আগে ইউরোপ সেরার মঞ্চে মাত্র একবারই করতে পেরেছে। 


বিজ্ঞাপন


এমিরেটসে প্রথম লেগে ডেক্লান রাইসের জোড়া ফ্রি-কিক ও মিকেল মেরিনোর দুর্দান্ত গোলেই এগিয়ে গেছে আর্সেনাল। যদিও আনচেলত্তি বলছেন, “যদি শুধু ম্যাচটা দেখি, মনে হবে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ফুটবলে কিছুই অসম্ভব নয়। আমরা ১০০ শতাংশ চেষ্টা করবো।”

দলের তরুণ তারকা জুড বেলিংহ্যাম বলছেন, গত কয়েকদিন ড্রেসিংরুমে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ, ‘রেমোন্তাদা’ (ফিরে আসা)। “চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের জন্য এমন কিছু নেই, যা আগে ঘটেনি। তাই প্রথমবারের মতো কিছু করার সুযোগ এখন আমাদের সামনে।”

তবে ইতিহাস বলছে কঠিন পথেই হাঁটছে রিয়াল

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ সর্বশেষ চারবার প্রথম লেগে পিছিয়ে পড়েও তিনবার ফিরে এসেছে। উলফসবুর্গ (২০১৫-১৬), পিএসজি ও ম্যানচেস্টি সিটি (২০২১-২২)। কিন্তু ৩ গোল ব্যবধান থেকে ফিরে আসা? একমাত্র উদাহরণ ১৯৭৫-৭৬ মৌসুমে, ডার্বি কাউন্টির বিপক্ষে ৪-১ গোলে হারার পর দ্বিতীয় লেগে ৫-১ জিতে মোট ৬-৫ ব্যবধানে জয়।


বিজ্ঞাপন


চ্যাম্পিয়নস লিগ যুগে মাত্র চারবারই এমন ব্যবধান ঘুচিয়ে ফিরে এসেছে কোনো দল। ২০১৯ সালে বার্সেলোনার বিপক্ষে লিভারপুল, ২০০৪ সালে এসি মিলানের বিপক্ষে ডিপোর্তিভো, এবং ২০১৮ সালে বার্সার বিপক্ষে রোমা। তবে সবচেয়ে বড় রেমোন্তাদা ছিল ২০১৭ সালে, পিএসজির বিপক্ষে বার্সেলোনার ৬-১ জয়।

তবুও ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছে না রিয়াল

প্রত্যাবর্তনের গল্প লিখতে মুখিয়ে থাকা বেলিংহ্যাম বললেন, “এই রাতটা রিয়াল মাদ্রিদের জন্য তৈরি। এমন কিছু করার সুযোগ, যা ইতিহাসে জায়গা করে নেবে। আমাদের হোম গ্রাউন্ডেই অলৌকিক সব কিছুর জন্ম হয়।”

২০২১-২২ মৌসুমে পিএসজি, চেলসি ও ম্যান সিটিকে হারিয়ে অবিশ্বাস্যভাবে শিরোপা জিতেছিল রিয়াল। গত মৌসুমেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল বার্নাব্যুতে।

গোলরক্ষক থিবো কোর্তোয়া জানালেন, “আমরা জানি, ঘরের মাঠে কতটা শক্তিশালী আমরা। যদি দ্রুত এক-দুটি গোল পাই, সবই সম্ভব।”

তবে পরিসংখ্যান বলছে অন্য কথা, চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ হারিয়েছে ৫টি ম্যাচ, যা ক্লাবের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বেশি। পরিসংখ্যান সংস্থা অপটা বলছে, সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনায় আর্সেনালের সম্ভাবনা ৮৯.৭ শতাংশ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর