রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ জিতে উড়ছে টাইগ্রেস মেয়েরা। আজ সেই সুখস্মৃতি নিয়ে এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে টাইগ্রেসরা। প্রতিপক্ষ স্কটিশদের হারালেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নারী বিশ্বকাপের টিকিট। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে ফারজানা হক পিংকি, শারমিন আক্তার এবং নিগার সুলতানা জ্যোতির অর্ধশতকে ৬ উইকেটে ২৭৬ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান দলীয় সর্বোচ্চ ছিলো টাইগ্রেসদের। 

আগে ব্যাট করতে নেমে ইশমা তানজিম এবং পিংকির ব্যাটে ৩৫ রানের জুটি গড়ে বাংলাদেশ। নবম ওভারে চ্যাটার্জির শিকার হয়ে দলীয় ৩৫ রানে ফেরেন ইশমা। ২৯ বলে ১৪ রান করেছেন এই ওপেনার। পরে দ্বিতীয় উইকেট জুটিতে খেলার হাল ধরেন শারমিন আক্তার এবং পিংকি। 


বিজ্ঞাপন


শুরুতে দেখেশুনে ব্যাটিং করে ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তারা। ৬৭ বলে নিজের ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক পূর্ণ করেন ফারজানা। শারমিন ফিফটি করেন ৫১ বলে। ফিফটি করার পর দলীয় ১৩৮ রানে ক্যাথারিন ব্রাইসের বলে আউট হন শারমিন। ৭৯ বলে ৫৭ রান করে আউট হয়েছেন তিনি। 

তবে পিংকি অধিনায়ক জ্যোতিকে নিয়ে বড় সংগ্রহের লড়াই চালিয়ে যান। ফারজানা হক ও শারমিন আকতারের ব্যাটে ১০৩ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ। ফারজানা ৮৪ বলে ৫৭ আর শারমিন ফেরেন ৭৯ বলে ৫৭ রানে।

চার নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝড়ো ইনিংসেই রেকর্ড স্কোর পায় বাংলাদেশ। ৫৯ বলে ১১ বাউন্ডারিতে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষ দিকে ফাহিমা খাতুন করেন ২২ বলে ২৬। ক্যাথরিন ব্রাইস নেন ২ উইকেট।

বিশ্বকাপ বাছাইপর্বে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। বাংলাদেশ ২ ম্যাচের জিতেছে ২টি। স্কটল্যান্ড ৩ ম্যাচে জিতেছে ২টি, হেরেছে ১টি। আজ স্কটল্যান্ডকে হারালে ওয়ানডে বিশ্বকাপে একটা পা দিয়ে রাখবে বাংলাদেশ।


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর