ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জাতীয় দলের ক্রিকেটাররা মাঠ মাতালেও মুস্তাফিজুর রহমানের খেলা হয়নি। কাধের চোট বাংলাদেশের বাঁহাতি পেসারকে মাঠে নামতে দেয়নি। এবার অপেক্ষা ফুরাচ্ছে ফিজের। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া সুপার লিগে তিনি মাঠে নামবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ডিপিএলের বাকি অংশ মাতাবেন দ্য ফিজ।
বাংলাদেশ জাতীয় দল জিম্বাবুয়ে সিরিজের মিশনে থাকলেও মুস্তাফিজ আছেন ঢাকায়। টেস্ট দলে না থাকা মুস্তাফিজ অবশ্য ক্রিকেটের সাথেই আছেন। সুপার লিগ শুরুর আগের দিন মিরপুরে অনুশীলন করেছেন দেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগ রাউন্ডে খেলবেন তিনি।
বিজ্ঞাপন
মুস্তাফিজকে দলে ভিড়িয়ে বেশ শক্তিশালী হয়েছে মোহামেডানের পেস আক্রমণ। এই দলে আছেন এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনির মতো তারকা পেসাররাও।
মোহামেডান টেবিলের শীর্ষে থেকেই সুপার লিগে খেলবে। লিগ পর্বের মতো ম্যাচগুলো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। সুপার লিগের ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ ১৬, ১৮, ২০, ২৩ ও ২৫ এপ্রিল।