শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলাদেশ সফরে আসছে ভারত, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

ভারত সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করল বাংলাদেশ

সাদা বলের দুটি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত। এই সূচিতে থাকছে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ১৩ আগস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ভারতীয় দল। যেখানে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। তিন দিন পর অর্থাৎ ২০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের পরের ওয়ানডে।


বিজ্ঞাপন


আর ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ২৬ আগস্ট চট্টগ্রামেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি গড়াবে। ১ সেপ্টেম্বর ভারত দল বাংলাদেশ ছাড়বে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলির মধ্যে একটি। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে, এবং আমি নিশ্চিত যে এটি আরেকটি কঠিন এবং বিনোদনমূলক সিরিজ হবে।'

ভারতের বাংলাদেশ সিরিজের সূচি-

প্রথম ওয়ানডে- ১৭ আগস্ট, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে- ২০ আগস্ট, মিরপুর
তৃতীয় ওয়ানডে- ২৩ আগস্ট, চট্টগ্রাম


বিজ্ঞাপন


প্রথম টি-টোয়েন্টি- ২৬ আগস্ট, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৯ আগস্ট, মিরপুর
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি- ৩১ আগস্ট, মিরপুর। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর