গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন সিরিজটি স্থগিত করা হয়েছিল। এবার গড়াতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি। চলতি মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য আজ ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলটি রাতে ঢাকায় অবস্থান করে পরদিন বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ে দলের সফরসূচি জানিয়েছে, জিম্বাবুয়ে দল আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) বিকেল ৫:২০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছাবে। দলটি ঢাকায় রাত্রিযাপন করে ১৬ এপ্রিল সকালে সিলেটের উদ্দেশ্যে উড়ে যাবে।
দুই দলের প্রথম ম্যাচ শুরু হবে ২০ এপ্রিল, সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৮ এপ্রিল থেকে, এই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড- ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কুরান, ট্রেভর গ্যান্ডু, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।