রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিএসজির বিপক্ষে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখতে চান অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে হেরেছিল অ্যাস্টন ভিলা। প্রথমে গোল হজম করেও পার্ক ডে প্রিন্সেসে হারেনি ফরাসি জায়ান্টরা। ফ্রান্সে পিএসজির ওই ম্যাচের মতো ভিলা পার্কে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখতে চান ভিলা কোচ উনাই এমেরি।

অ্যাস্টন ভিলাকে ৩৫ মিনিটে প্রথমে এগিয়ে দিয়েছিলেন মর্গান রজার্স। চার মিনিট পর সমতা আনেন পিএসজির ডিজায়ার দুয়ে। ১০ মিনিট পর ফরাসি ক্লাবটিকে এগিয়ে দেন কাভিচা ভারাসকেলিয়া। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দুই মিনিটে গোলে ব্যবধান ৩-১ করে জয় নিয়ে মাঠ ছাড়েন নুনো মেন্ডিস।


বিজ্ঞাপন


বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে ভিলা কোচ এমেরি বলেছেন, ‘ভিলা পার্কে বুধবার রাতের ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি এবং সেটা আমাদের সমর্থকদের জন্য খুব, খুব বিশেষ কিছু। সমর্থকদের শক্তি আমাদের মাঝে সঞ্চারিত করব, তারপর সর্বোচ্চ ভালো ফুটবল খেলব।’

‘আমাদের যে সম্ভাবনা এবং সুযোগ আছে, সেটা নিয়ে পিএসজিকে মোকাবেলা করব এবং আমরা প্রত্যাবর্তনের গল্প লেখার চেষ্টা করব। অবশ্যই, ম্যাচটি কঠিন হতে চলেছে এবং আমরা ঘরের মাঠে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা এবছরের সেরা খেলাটা খেলছি, আমাদের সেটা ধরে রাখতে হবে।’ ভিলা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের খেলা হবে ১৬ এপ্রিল রাতে। শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর