একের পর এক লজ্জা উপহার দিয়েই যাচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা। সর্বশেষ নিউক্যাসলের মাঠে গিয়ে ৪ গোল হজম করে এলো এলো রেড ডেভিলরা। বিধ্বস্ত হয়ে এলো ৪-১ গোলের বড় ব্যবধানে। দলের এমন হারের পর হতাশা প্রকাশ করেছেন দলটির অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তিনি সোজাসাপ্টা বলেছেন, “এই ক্লাব কখনও এমন দুরবস্থার মধ্যে পড়েনি।”
সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে সান্দ্রো টোনালির গোলের জবাবে আলেহান্দ্রো গারনাচো গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। দুই গোল করেন হার্ভি বার্নস, আর গোলরক্ষক আলতাই বাইয়িন্দির একটি ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস।
বিজ্ঞাপন
এই পরাজয়ে চলতি লিগে ইউনাইটেডের এটি ১৪তম হার—যা প্রিমিয়ার লিগ যুগে তাদের সর্বোচ্চ হার সংখ্যার সমান (গত মৌসুমেও ১৪টি হার)। সর্বশেষ ১৯৮৯-৯০ মৌসুমে তারা লিগে ১৬টি ম্যাচ হেরেছিল।
এই হারের পর পয়েন্ট টেবিলে ১৪তম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড, শীর্ষ দশ থেকে পিছিয়ে সাত পয়েন্টে। ম্যাচ শেষে হতাশ ব্রুনো বলেন, “আসলে বলার মতো কিছু নেই, আমরা হেরে গেছি। প্রথমার্ধে আমরা ভালো খেলেছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেদের খেলাটা ধরে রাখতে পারিনি।”
তিনি আরও যোগ করেন, “এই মৌসুমটা আমাদের জন্য কঠিন যাচ্ছে, এটা স্বীকার করতেই হবে। টেবিলের যেখানে আমরা আছি, এটা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের জায়গা নয়। কিন্তু আমরা ফলাফল এনে দিতে পারছি না।”
“আমরা ধারাবাহিকতার অভাবে ভুগছি। সাহস দেখানো, ভয়হীন ফুটবল খেলা—এসবের ঘাটতি আছে। আজ আমরা সাহস দেখাতে গিয়েই ভুল করেছি, যার ফলাফল গোল খেয়ে বসা। সমালোচনা স্বাভাবিক। এই ক্লাব কখনও এমন পরিস্থিতিতে পড়েনি, তাই সমালোচনা আসবেই। ইউনাইটেডের খেলোয়াড় মানেই হলো চাপ নিয়ে খেলা, সেটা মানতে হবে।”
বিজ্ঞাপন
আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিঁওর মুখোমুখি হবে ইউনাইটেড। সেই ম্যাচই হতে পারে তাদের মৌসুম বাঁচানোর বড় সুযোগ। ব্রুনো বলেন, “আমাদের সমর্থকরা পুরো মৌসুমজুড়ে পাশে ছিল। আজও তারা খেলার শেষে আমাদের উৎসাহ দিয়েছে। এখন আমাদের পালা কিছু ফিরিয়ে দেওয়ার।”
“এই ক্লাবের প্রতিনিধিত্ব করা কতটা কঠিন, সেটা আমি জানি। সবাই জিততে চায়, কারণ ম্যানইউয়ের হয়ে কিছু জিতলে সেটা চিরকাল স্মরণীয় হয়ে থাকে। আমাদের সামনে বড় ম্যাচ, সবার নজর থাকবে। এই ক্লাবের নাম ম্যান ইউনাইটেড, আমাদের এগিয়ে আসতেই হবে, জয়ের জন্য সবকিছু উজাড় করে দিতে হবে।”