সৌদি প্রো লিগে শনিবার রাতে আল রিয়াদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় পেয়েছে আল নাসের। আর দলকে জেতানোর পথে জোড়া গোল করে নায়ক অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই গোলের একটিতে ছিল চোখ ধাঁধানো এক ভলি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আল রিয়াদের হয়ে ফায়েজ সেলেমানি এগিয়ে দেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন রোনালদো। ৫৬তম মিনিটে সাদিও মানের পাস থেকে ছয় গজ বক্সে ফাঁকা অবস্থায় সহজ ফিনিশে প্রথম গোল করেন এই পর্তুগিজ তারকা।
বিজ্ঞাপন
আসল চমক আসে তার দ্বিতীয় গোলটিতে। বক্সের বাইরে বল ক্লিয়ার করার পর প্রথম ছোঁয়ায় দুর্দান্ত এক ভলিতে বল জড়ান গোলের জালে যা আল রিয়াদের গোলরক্ষকের পক্ষে ঠেকানো ছিল একপ্রকার অসম্ভব।
গত সপ্তাহে আল হিলালের বিপক্ষে দুই গোল করেছিলেন, আর এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন। শেষ দুই ম্যাচে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল চারটিতে।
৫ ম্যাচ ধরে গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগীজ এই ফরোয়ার্ড। গোল করার সুযোগ তৈরি করেছিলেন তিনি। কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরানের জন্য বল সাজিয়ে দিলেও শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হন দুরান।
বিজ্ঞাপন
শেষ দিকে একবার ম্যাচের রঙ বদলে যেতে পারত। আল রিয়াদের বদলি খেলোয়াড় এনেস সালি বাঁকানো শটে পোস্ট কাঁপিয়ে দেন। তবে গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ধরে রাখে আল নাসর।
এই জয়ে লিগে আল নাসরের এটি ১৭তম জয়। তারা বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে আছে—দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে আট পয়েন্ট কম।