রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

রেকর্ড শতকের পর অভিষেকের দেখানো সেই কাগজে যা লেখা ছিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

রেকর্ড শতকের পর অভিষেকের দেখানো সেই কাগজে যা লেখা ছিল

আইপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে এ ম্যাচে জয়ের জন্য বড় লক্ষ্যই পেয়েছিল হায়দরাবাদ। তবে ২৪৬ রানের লক্ষ্যকেও সহজ করে দিয়েছিলেন স্বাগতিকদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। এ দুজনের তান্ডবেই ৮ উইকেট আর ৯ বল হাতে রেখে ম্যাচটি জিতে নেয় হায়দরাবাদ। দলকে জেতানোর পথে ৫৫ বলে ১৪১ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছেন অভিষেক। 

পাঞ্জাবের দেওয়া লক্ষ্যে খেলতে নেমে গতকাল বিশাল এক উদ্বোধনী জুটি গড়েছিল হায়দরাবাদ। হেড ও অভিষেক মিলে স্কোরবোর্ডে তুলেন ১৭১ রান। ৩৭ বলে ৬৬ রান করে হেড আউট হলেও অভিষেক ছিলেন অগ্নিমূর্তি। ভারতীয় এই ব্যাটার গতকাল ১৯ বলে ৫০ করার পর সেঞ্চুরি করেছেন ৪০ বলে। 


বিজ্ঞাপন


তবে সেঞ্চুরি করে থামেননি তিনি। বড় লক্ষ্য তাড়া করে দলকে জেতানোর পথে তিনি খেলেছেন ১৪১ রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ১৪ চার আর ১০টি ছয়ে। 

এদিকে আইপিএলের এবারের আসরে ফর্মে ছিলেন না অভিষেক। তবে গতকাল সেঞ্চুরি করে জানান দিলেন, ফুরিয়ে যাননি তিনি। গতকাল সেঞ্চুরি করার পর একটি কাগজ ভক্তদের উদ্দেশ্যে দেখান অভিষেক। গ্যালারিতে থাকা দর্শকরা সেই কাগজের লেখা পড়তে না পারলেও পরে জানা গেছে কি লেখা ছিল সেই কাগজে।

অভিষেকের সেই কাগজে লেখা ছিল, ‘This one is for orange army’- অর্থাৎ নিজের সেঞ্চুরি তিনি উৎসর্গ করেছেন হায়দরাবাদের দর্শকদের প্রতি। গতকাল ৪০ বলে অভিষেকের করা সেঞ্চুরিটি আইপিএল ইতিহাসে ৬ষ্ঠ দ্রুততম। আর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর