রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলাদেশের হয়ে খেলতে রাজি সামিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

কদিন আগেই বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসিয়েছেন সামিত সোম। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম কোনো ফুটবলার হিসেবে গায়ে চাপিয়েছেন বাংলাদেশের জার্সি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে হামজার। এবার হামজার মত লাল-সবুজের দলের হয়ে খেলতে আগ্রহী সামিত সোমও।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করতে আগ্রহী বলে জানিয়েছেন সামিত। বাংলাদেশ বংশোদ্ভূত সামি বাফুফেকে এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানা গেছে। এ বিষয়ে আজ বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সামিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছে আমাদের। এখন পাসপোর্টের প্রক্রিয়া চলছে।’


বিজ্ঞাপন


২৭ বছর বয়সী সামিতের বাবা-মা দুজনই বাংলাদেশি। তিনি এখন খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। এর আগে সামিত কানাডা জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন। তাই বাংলাদেশের হয়ে তার মাঠে নামার আগে ফিফার অনুমতি নেওয়ার ব্যাপারও আছে।

কানাডা জাতীয় দলের হয়ে সামিত দুইটি ম্যাচ খেলেছেন ২০২০ সালে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সমিত আশা করছিল, হামজার খেলার পরে তার সঙ্গে যোগাযোগ করবে। সে চাচ্ছে বিবেচনা করতে কিন্তু কয়েকটা ব্যাপারের ওপর নির্ভর করে। কয়েকটা প্রশ্ন দিয়েছিল। আমরা জানিয়েছি। তারপর সে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় নিয়েছে। আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। এখন দেখার বিষয় হবে যে প্রক্রিয়া সম্পন্ন করতে কত দিন লাগতে পারে আমাদের। তারপর দেখব তাকে কোন কোন খেলায় পাব। এটা নিয়ে কাজ করব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর