বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিএসএলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত টাকা পাবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

পিএসএলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত টাকা পাবে?

আজ (শুক্রবার) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫। উদ্বোধনী ম্যাচে রাত ৮টায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।

এ বছরের আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট।


বিজ্ঞাপন


পিএসএল ২০২৫ আসরের জন্য প্রাইজমানিও ঘোষণা করেছে পিসিবি। তবে শুধু চ্যাম্পিয়ন ও রানার্সয়াপের পুরস্কারই ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৫ লাখ মার্কিন ডলার পুরস্কার যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকারও বেশি।। রানার্স-আপ দল পাবে ২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি।

এক বিবৃতিতে আজ পিসিবি জানায়, ‘প্রাইজমানি হিসেবে ৫ লাখ ডলার জয়ের লক্ষ্যে ৬টি দল লড়াইয়ে নামতে যাচ্ছে। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২ লাখ ডলার। ’

নতুনভাবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ, যার মধ্যে থাকবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ১৮ মে’র ফাইনাল। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হবে ১১টি ম্যাচ, মুলতান ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে হবে ৫টি করে ম্যাচ।

উদ্বোধনী ম্যাচে আজ শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর