মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় নিষিদ্ধ প্রোটিয়া ক্রিকেটার

আইপিএলে অংশ নিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করায় এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার করবিন বশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

৩০ বছর বয়সী বশ ২০২৫ পিএসএলের জন্য জানুয়ারিতে অনুষ্ঠিত ড্রাফটে ‘ডায়মন্ড ক্যাটাগরি’ থেকে পেশোয়ার জালমির হয়ে নির্বাচিত হন। তবে, আসর শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি পিএসএল ছেড়ে যোগ দেন আইপিএলে। ইনজুরিতে পড়া লিজাড উইলিয়ামসের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


বশের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পিসিবি ও পিএসএলের আয়োজক কমিটি। নিয়ম ভঙ্গের দায়ে তাকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করা হয়, পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকে।

নিষেধাজ্ঞা ঘোষণার পর এক বিবৃতিতে বশ বলেন, “পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীর অনুশোচনা প্রকাশ করছি এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত ও ক্রিকেটপ্রেমী সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার এমন সিদ্ধান্তে যারা হতাশ হয়েছেন, আমি তাদের হতাশ করার জন্য দুঃখিত। আমি নিজের সিদ্ধান্তের পুরো দায় নিচ্ছি এবং এই নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানাকে মেনে নিচ্ছি।”

বশের এই ঘটনায় অনেকেই মনে করছেন, আইপিএল ও পিএসএলের মধ্যে বিদেশি খেলোয়াড়দের নিয়ে একধরনের টানাপোড়েন বাড়ছে। ভারতীয় লিগে বড় অঙ্কের আর্থিক প্রণোদনার কারণেই অনেকেই পিএসএলের চেয়ে আইপিএলকেই বেছে নিচ্ছেন, যা পিএসএলের জন্য একপ্রকার চ্যালেঞ্জ।


বিজ্ঞাপন


নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আবার পিএসএলে ফেরার আশা করছেন করবিন বশ। তিনি বলেন, “এটা আমার জন্য কঠিন এক শিক্ষা, কিন্তু আমি এই অভিজ্ঞতা থেকে শিখতে চাই এবং ভবিষ্যতে পিএসএলে নতুন করে ফিরতে চাই, যাতে আবারও ভক্তদের আস্থা অর্জন করতে পারি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর