সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে সই করেছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমের শেষে তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিকে চুক্তির শেষ পর্যায়ে আসলেও দলটির সঙ্গে নতুন চুক্তি হবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবে আরও দুই বছর ‘অ্যানফিল্ড’-এই থাকছেন এই গোল মেশিন।
৩২ বছর বয়সী সালাহকে ঘিরে মৌসুমজুড়ে নানা ধরনের গুঞ্জন ছিল, বিশেষ করে সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা নিয়ে। নিজেও মাঝেমধ্যে মন্তব্য করেছেন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে সালাহ জানিয়ে দিলেন- লিভারপুলই তার ঘর।
বিজ্ঞাপন
চুক্তি নবায়নের পর প্রতিক্রিয়ায় সালাহ বলেন, “অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। এখন আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। আগেও আমাদের দলে ভালো খেলোয়াড় ছিল, তবে আমি সই করেছি কারণ আমি মনে করি, আমরা আরও শিরোপা জিততে পারব এবং ফুটবল উপভোগ করতে পারব।”
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। এই সময়ে তিনি লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপ।
এই মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৩২টি, যার মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে। লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকা লিভারপুল এখন দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১১ পয়েন্ট এগিয়ে।
বিজ্ঞাপন
সালাহ ছাড়াও এই গ্রীষ্মেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিভারপুলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক-এর। ফন ডাইক ইতোমধ্যে নতুন চুক্তির বিষয়ে অগ্রগতির ইঙ্গিত দিলেও, আর্নল্ডকে ঘিরে রিয়াল মাদ্রিদের আগ্রহের গুঞ্জন জোরালো।
সালাহের আগের চুক্তিটি সপ্তাহপ্রতি ৩৫০,০০০ পাউন্ডেরও বেশি ছিল, যা ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের চুক্তি হিসেবে পরিচিত। জানা গেছে, নতুন চুক্তিতে বেতন কমানো হয়নি।
লিভারপুলে নিজের জীবনের সেরা সময় কাটাচ্ছেন বলেই জানিয়েছেন সালাহ। তার ভাষায়, “আমি এখানে আট বছর কাটিয়েছি, আশা করি এটা দশ বছর হবে। আমি আমার জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। এটা আমার ক্যারিয়ারের সেরা সময়।”