কনুইয়ের চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রুতুরাজ গায়কোয়াড়। নিয়মিত অধিনায়ক ছিটকে যাওয়ায় চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
দলটির প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেন। আগামীকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের অধিনায়কত্ব করতে দেখা যাবে ধোনিকে।
বিজ্ঞাপন
গত মৌসুম থেকে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। এবারও তাকেই অধিনায়ক করা হয়েছিল। কিন্তু কনুইয়ের ইনজুরিতে আইপিএলের পুরো মৌসুম শেষ হয়ে গেছে তার। যে কারণে নেতৃত্বভার দেওয়া হয়েছে অভিজ্ঞ ধোনির কাঁধে।
ধোনি শেষবার ২০২৩ সালের আইপিএলের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে চেন্নাই টুর্নামেন্টের পঞ্চম শিরোপা ঘরে তোলে। ৪৩ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে বেশিরভাগ সময়ই অধিনায়কের ভূমিকায় ছিলেন।
২০২২ সালে অল্প সময়ের জন্য রবীন্দ্র জাদেজার হাতে দায়িত্ব ছাড়েন, তবে বিপর্যস্ত মৌসুমের মাঝপথে আবারও নেতৃত্বে ফেরেন তিনি। ২০২৪ মৌসুমের আগে আবারও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। এবার নিয়মিত অধিনায়কের ইনজুরিতে আরেকবার দল তার কাঁধে।
চেন্নাইয়ের ২৪৯ ম্যাচের মধ্যে ২৩৫ ম্যাচেই অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বে চেন্নাই ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচটি শিরোপা জেতে এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও নেয়।
বিজ্ঞাপন
ধোনির সময়ে কেবল ২০২০ ও ২০২২ সালে সেরা চারের বাইরে থেকে প্রতিযোগিতা শেষ করে চেন্নাই। ফাইনাল খেলে ১০ বার, এর মধ্যে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা চারবার!