বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ডিআরএস বিতর্কের ম্যাচে রাজস্থানের ১২ ক্রিকেটারের জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

ডিআরএস বিতর্কের ম্যাচে রাজস্থানের ১২ ক্রিকেটারের জরিমানা

২০২৫ সালের আইপিএলে দ্বিতীয়বারের মতো স্লো ওভার-রেট অপরাধের জন্য রাজস্থান রয়্যালস অধিনায়ক স্যাঞ্জু স্যামসনকে ২৪ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। গতরাতে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে হারের পর এবার বড় জরিমানা গুনছেন রয়্যালস ক্যাপ্টেন। 

গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলায় স্লো ওভার-রেট বজায় রাখার জন্য স্যামসন এবং তার দলকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি রাজস্থান। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ে তারা। ক্যাপ্টেন-সহ দলের সব ক্রিকেটারকে জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুসারে, একজন অধিনায়ককে এক মৌসুমে দ্বিতীয় ওভার-রেট অপরাধের জন্য ২৪ লক্ষ রুপি জরিমানা করা হয় এবং আইপিএল তৃতীয় অপরাধের জন্য ম্যাচ সাসপেনশন। ইমপ্যাক্ট প্লেয়ার সহ, প্লেয়িং দ্বাদশের বাকি খেলোয়াড়দের হয় ৬ লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফির ২৫%, যেটি কম হবে, জরিমানা করা হবে।

তবে, এই আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম স্লো ওভার-রেট অপরাধ ছিল রিয়ান পরাগের অধিনায়কত্বে। যখন স্যামসন কেবল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন তার আঙুলের চোটের কারণে। প্রথম অপরাধটি ছিল গত মাসে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, পরাগকে ২৪ লক্ষ রুপি জরিমানা করা হয়েছিল।

রাজস্থান রয়্যালস বর্তমানে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে। আগের দুটি খেলায় জয়লাভের পর পাঁচ ম্যাচে এটি তাদের তৃতীয় পরাজয়। ৫৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে রাজস্থান রয়্যালস। গুজরাটের ২১৭ রানের বিশাল ইনিংস তাড়া করতে নেমে রয়্যালস অল-আউট হয় মাত্র ১৫৯ রানে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর