গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন সিরিজটি স্থগিত করা হয়েছিল। এবার গড়াতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি। চলতি মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
এরই মধ্যে দুই দল এই সিরিজকে সামনে রেখে স্কোয়াডও ঘোষণা করেছে। এবার ঘোষণা করা হলো সিরিজের ম্যাচ অফিশিয়ালসদের নামও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে গড়াবে ২০ এপ্রিল।
বিজ্ঞাপন
সিলেটে সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবরো ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।
২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে হওয়া এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ক্যাটেলবরো।
চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে গাজি সোহেলকে। টেস্ট সিরিজের দুই ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন।
২০২০ সালে টেস্ট খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত দুদল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। ৮ জয়ের বিপরীতে ৭টিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিনটি ড্র। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয় শেষ টেস্ট জিতেছিল ২০১৮ সালে।