মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে জয় পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৬:২৭ এএম

শেয়ার করুন:

পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে জয় পেল পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। 

বুধবার দিবাগত রাতে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নরা দেখিয়েছে দারুণ লড়াইয়ের মানসিকতা।


বিজ্ঞাপন


ম্যাচের ৩৫তম মিনিটে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন মর্গান রজার্স। পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেসের ভুলে বল পেয়ে এক গোছানো আক্রমণ থেকে গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লুইস এনরিকে’র শিষ্যরা। গোল হজমের চার মিনিট পরই সমতায় ফেরে পিএসজি। ১৯ বছর বয়সী ফরোয়ার্ড দেসিরে দুয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে বল পাঠান জালে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়ায় স্বাগতিকরা। অবশেষে ৬৫তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় তারা। খভিচা কভারাৎসখেলিয়া দারুণ একটি সমন্বিত আক্রমণ থেকে কাছের পোস্ট দিয়ে গোল করে পিএসজিকে এগিয়ে দেন।

শেষ মুহূর্তে ব্যবধান আরও বাড়িয়ে নেন নুনো মেন্দেস। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এজরি কোন্সাকে কাটিয়ে মার্তিনেজকে পরাস্ত করে স্কোরলাইন ৩-১ করেন তিনি।


বিজ্ঞাপন


ম্যাচজুড়ে ফ্রান্সের দর্শকদের দুয়ো ও শিসের শিকার হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। যদিও শুরুতেই দুটি দারুণ সেভে নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি।

এই জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল পিএসজি। তবে ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর