বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

লেভানডোভস্কির গোল-উৎসবে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৬:১৭ এএম

শেয়ার করুন:

লেভানডোভস্কির গোল-উৎসবে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল বার্সেলোনা

বরুসিয়া ডর্টমুন্ডকে কোনো রকম পাত্তা না দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কি তার সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে কাতালানদের দাপুটে অবস্থানে নিয়ে গেলেন।

ট্রেবলের খোঁজে থাকা বার্সা শুরু থেকেই দারুণ প্রভাব রাখে ম্যাচে। ২৫তম মিনিটে রাফিনহার গোলেই লিড নেয় তারা। তবে ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের কয়েকটি দুর্দান্ত সেভ বার্সেলোনাকে প্রথমার্ধে আর গোল পেতে দেয়নি।


বিজ্ঞাপন


বিরতির পর আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে নামে বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই রাফিনহার অ্যাসিস্ট থেকে জাল কাঁপান লেভানডোভস্কি।

৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ এই স্ট্রাইকার। এরপর ৭৭তম মিনিটে বার্সেলোনার হয়ে শেষ গোলটি করেন লামিনে ইয়ামাল।

২০১৯ সালের পর প্রথমবার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এই নিয়ে তারা টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকলো।

পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০১৫ সালে। সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের।


বিজ্ঞাপন


ম্যাচ শেষে চলতি মৌসুমে নিজের ৪০তম গোল করা লেভানডোভস্কি বলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। তবে এখনও আমাদের সামনে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। জার্মানিতেও তেমনই খেলব, এবং আমরা জিতব।’

ফ্লিক অবশ্য সতর্ক করেছেন, কাজ এখনও শেষ হয়নি। তিনি বলেন, ‘কেউ জানে না কী হতে পারে—ফুটবল একটা অদ্ভুত খেলা। আমাদের আজকের মতোই খেলতে হবে।’

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর