চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। পনের বারের শিরোপাজয়ী দলটি এবারের মৌসুমে কোয়ার্টার ফাইনালে গতকাল মাঠে নেমেছিল আর্সেনালের বিপক্ষে। প্রথম লেগের এই ম্যাচে ইংলিশ ক্লাবটির ঘরের মাঠে লস ব্লাঙ্কোসরা কেমন পারফর্ম করে তা দেখতেই মুখিয়ে ছিলন ফুটবলপ্রেমীরা। তবে যা হয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর, আর রিয়াল সমর্থকদের জন্য বেদনার।
আর্সেনালের মাঠে খেলতে নেমে গতকাল ৩-০ ব্যবধানে হেরেছে রিয়াল। ইংলিশ ক্লাবটির কাছে এত বড় ব্যবধানে হারায় সেমিফাইনালে যাওয়া এখন বেশ কঠিন কিলিয়ান এমবাপেদের জন্য। তা করতে হলে দ্বিতীয় লেগে দ্বিতীয় লেগে নিজেদের করতে হবে অন্তত ৪ গোল, আর আর্সেনালকেও কোনো গোল করতে দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
এমন সমীকরণ সামনে রেখেও বিশ্বাস হারাচ্ছেন না রিয়ালের ফুটবলাররা। বরং ঘরের মাঠে নিজের সমর্থকদের সাক্ষী রেখে আরও একবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখবেন তারা, এমনই বিশ্বাস লস ব্লাঙ্কোস ফুটবলারদের। রিয়ালের অভিজ্ঞ ফুটবলার লুকাস ভাজকেজ তো বলেই দিয়েছেন, ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও কেবল রিয়ালই ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।
একই সুরে কথা বলেছেন রিয়ালের তরুণ ডিফেন্ডার অ্যাসেনসিও। বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়লেও এখনও কিছুই শেষ হয়ে যায়নি বলেই মনে করেন তিনি। তিনি বলেন, 'খেলাটা খুব জটিল ছিল। আমরা শতভাগ দিতে পারিনি। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমরা সেটার জন্য কাজ করব, এবং অবশই ঘুরে দাঁড়ানোর জন্য।'
তিনি বলেন, 'দল হিসেবে খেললে, কঠোর পরিশ্রম করলে — যদি পৃথিবীতে কোনো দল এটা উল্টে দিতে পারে, তাহলে সেটা আমরাই। আমাদের সমর্থকদের দরকার। আমরা বিশ্বাস করি, আমরা পারব ঘুরে দাঁড়াতে।'
বিজ্ঞাপন
ঘুরে দাড়াতে মুখিয়ে আছেন জানিয়ে অ্যাসেনসিও বলেন, 'ম্যাচটি কঠিন ছিল, কিছুই পরিকল্পনা অনুযায়ী হয়নি। ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। এখনো কিছুই শেষ হয়নি। বার্নাব্যুতে আরেকটি ম্যাচ বাকি আছে। আমাদের মনোবল চাঙা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং ঘরের মাঠেই ফল উল্টে দিতে হবে। আমরা হতাশ, কারণ এটা আমাদের প্রত্যাশা ছিল না। তবে আমরা বিশ্বাস করি, ঘুরে দাঁড়ানো সম্ভব।'