২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। ৩৬ বছর পর আর্জেন্টাইনদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। পুরো টুর্নামেন্ট তো বটেই, ফাইনালেও তিনি ছিলেন অন্যতম এক নায়কের ভূমিকায়। অতিরিক্ত সময়ে নিশ্চিত গোল হওয়া থেকে বাঁচিয়েছেন দলকে। এরপর টাইব্রেকারেও ছিলেন চীনের প্রাচীর হয়ে।
ফাইনালে জিতেই ফ্রান্সের সমর্থকদের খেপিয়েছিলেন মার্তিনেজ। এরপর আর্জেন্টিনায় গিয়ে দলের শিরোপা উদযাপনের সময় কিলিয়ান এমবাপের আদলে বানানো পুতুল নিয়েও উপহাস করতে ছাড়েননি আর্জেন্টাইন এই গোলরক্ষক। এসব কারণে ফরাসি ফুটবল সমর্থকদের চক্ষুশূল তিনি।
বিজ্ঞাপন
গত ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা খেলেছে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। তখন যখন মার্তিনেজ খেলতে গিয়েছিলেন, গোলবারের নিচে দাঁড়িয়ে লিল সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাঁকে।
সেই ঘটনা স্মরণ করে গত মাসে মার্তিনেজ বলেছিলেন, ‘পুরো ম্যাচে ওরা আমাকে অপমান করে গেছে। আমার পুরো জীবনে কখনো এত অপমানের শিকার হইনি। ওরা যা পেরেছে করেছে, কিন্তু ১২০ মিনিটে আমি ওদের কিছুই করি নাই।’
মার্তিনেজকে দুয়ো যে এবারও শুনতে হবে তা তো নিশ্চিতই। তবে এবার মাত্রাটা যে বাড়বে তাও আর বলার অপেক্ষা রাখে না। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে আজ মাঠে নামবে অ্যাস্টন ভিলা। এর আগে ফ্রান্সে পৌছেই ফরাসি সমর্থকদের খোঁচা দিয়েছেন মার্তিনেজ।
ভিলার অন্যান্য ফুটবলাররা ফ্রান্সে গিয়েছেন ভিলার জার্সি পরে। তবে মার্তিনেজের মাথায় ছিল আর্জেন্টিনার ক্যাপ। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর এমন ক্যাপ পরেছিল আর্জেন্টিনা। এই ক্যাপের সামনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো ও ভেতরে তিন বিশ্বকাপের শিরোপার ছবি। এমন ক্যাপ পরে মূলত পিএসজি সমর্থকদের তাঁতিয়ে দিয়েছেন মার্তিনেজ। এখন দেখা যাক, ম্যাচে তাঁকে আজ কি কি সইতে হয়।