সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন উমর গুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন উমর গুল

অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর গত বছর বাংলাদেশে বোলিং কোচ হয়ে আসেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস। ২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও তার পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় বোর্ড। তাই নতুন কোচের সন্ধানে রয়েছে বিসিবি। 

আর সেই তালিকায় বিসিবির পচ্ছন্দের তালিকায় রয়েছেন পাকিস্তান পেস তারকা উমর গুল। আর পাকিস্তান তারকার সঙ্গে বিসিবির আলোচনা চলছে তা গুল নিজেই নিশ্চিত করেছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে। 


বিজ্ঞাপন


ক্রিকবাজকে উমর গুল বলেন, ‘আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। সব কিছু নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্ত ও পারস্পরিক শর্তাবলীর ওপর।’

উমর গুল বাদেও অ্যাডামসের সম্ভাব্য বিকল্প হিসেবে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, যার মধ্যে রয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসন।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গুল ইতোমধ্যেই কোচ হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি পেসার কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান সুপার লিগের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আফগানিস্তান জাতীয় দল এবং সর্বশেষ পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে।

এদিকে ফিল সিমন্সকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। পাশাপাশি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের পুনঃনিয়োগও মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর