শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুম্বাইকে হারিয়ে বড় অঙ্কের জরিমানা গুণছেন আরসিবি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

মুম্বাইকে হারিয়ে বড় অঙ্কের জরিমানা গুণছেন আরসিবি অধিনায়ক

আইপিএলে গতকাল অনুষ্ঠিত হয়েছে রোমাঞ্চকর এক ম্যাচ। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি পেয়েছে ১২ রানের দুর্দান্ত এক জয়। এদিকে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারানোর পর বড় অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে বিরাট কোহলিদের অধিনায়ক রজত পতিদারকে।

স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে রজতকে। এটাই চলতি আসরে বেঙ্গালুরুর প্রথম ওভার রেট সংক্রান্ত শাস্তি।


বিজ্ঞাপন


এদিকে শাস্তি পেলেও চলতি মৌসুমে রীতিমত উড়ছেন রজত। তার অধীনে ব্যাঙ্গলুরু খেলছে দুর্দান্ত। চার ম্যাচে ১৬১ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি—শীর্ষে রয়েছেন বিরাট কোহলি (১৬৪)। অধিনায়ক হিসেবে তার আগ্রাসী ব্যাটিং এবং বোলিং পরিবর্তনের পরিকল্পনা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকে।

পতিদারের অধিনায়কত্বও বেশ প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ শেষে পতদারের প্রশংসা করে আম্বাতি রায়ডু বলেন,“ভুবনেশ্বর কুমারকে গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণে ফিরিয়ে আনা ছিল অসাধারণ একটি সিদ্ধান্ত।”

তবে শুধু এই সিদ্ধান্তই নয়, পতিদার যেভাবে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেছেন, তাও নজর কাড়ে সাবেক ভারতীয় ব্যাটার সঞ্জয় বাঙ্গারের। তিনি বলেন,“পতিদার খুবই বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং সাজিয়েছেন। ক্রুনালকে ২০তম ওভারের জন্য রেখে দেওয়া ছিল একদম সঠিক সিদ্ধান্ত। কারণ, ১৯তম ওভারে যদি জশ হ্যাজলউডকে মাত্র ১০-১২ রান রক্ষার দায়িত্ব দেওয়া হতো, তাহলে কাজটা কঠিন হয়ে যেত।”

রায়ডুর মতে, চাপের মুহূর্তেও পাটিদার ছিলেন শান্ত। এমনকি কোহলিকেও খুব বেশি পরামর্শ দিতে দেখা যায়নি, যা এই তরুণ অধিনায়কের আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়। এই জয়ের পর আরসিবি এখন পর্যন্ত ছয় ম্যাচে তিনটি জিতেছে। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, নিজেদের ঘরের মাঠ বেঙ্গালুরুতে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, চলতি আসরে ইতিমধ্যে অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুণতে হয়েছে মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, রাজস্থানের রিয়ান পরাগ এবং লক্ষ্ণৌর ঋষভ পন্থকেও।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর