বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘আকিব দায়িত্বে থাকলে বাংলাদেশের বিপক্ষেও হারবে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

‘আকিব দায়িত্বে থাকলে বাংলাদেশের বিপক্ষেও হারবে পাকিস্তান’

পাকিস্তানের ব্যর্থতার পালা শেষ হচ্ছে না কোনোভাবেই। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফর্ম করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মান ইন গ্রিনরা। ম্যান গ্রিনরা এরপর যায় নিউজিল্যান্ড সফরে। কিউইদের বিপক্ষে ছিল সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ। তবে টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে সিরিজ হারের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে হেরেছেন সফরকারীরা। এরপর থেকে ক্রিকেটারদের পাশাপাশি সমালোচনার শিকার হচ্ছেন প্রধান কোচ আকিভ জাভেদও।

আকিবকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তবে ম্যান ইন গ্রিনদের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত সাফল্য এনে দিতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুই সিরিজেও হতাশাজনক পারফর্ম করায় আকিভ জাভেদের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।


বিজ্ঞাপন


আকিভ প্রধান কোচ থাকলে পাকিস্তান বাংলাদেশের কাছেও হারবে বলে মনে করেন বাসিত। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “আকিবের সরে দাঁড়ানো উচিত। সে যদি চার মাস দায়িত্বে থাকে তাহলে বাংলাদেশের বিপক্ষেও হারবে।”

আকিবের পাশাপাশি নির্বাচক কমিটিরও পদত্যাগ দাবি করেছেন বাসিত। তিনি বলেন, “নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কীভাবে দল সাজাতে হয়, তারা জানেই না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত, বাজে সময় যাচ্ছে। এমনকি টমেটো বিক্রেতাও জিজ্ঞাস করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনার নেওয়া হয়নি কেন।”

এদিকে আকিভের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পিও। ম্যান ইন গ্রিনদের প্রধান কোচ হিসেবে তার যাত্রাটা যেমন দীর্ঘ হয়নি তেমন সুখকরও হয়নি। ২০২৪ সালের এপ্রিলে দায়িত্ব নিয়ে ডিসেম্বরেই ছাড়তে হয়েছে সাবেক এই অজি ক্রিকেটারকে। বাজে এই অভিজ্ঞতার পর নাকি তিনি কোচিংয়ের প্রতিই আগ্রহ হারিয়ে ফেলেছেন।

আকিভকে ভাঁড় উল্লেখ করে গিলেস্পি বলেন, ‘সে একটা ভাঁড় ছিল। অভ্যন্তরীণ রাজনীতি আর দলগত ঐক্যের অভাব কোচিং করানোটাকে অসহনীয় করে তুলেছিল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর