বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বুমরার প্রথম বলেই চার অথবা ছক্কা মারার হুমকি আরসিবি ব্যাটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

বুমরার প্রথম বলেই চার অথবা ছক্কা মারার হুমকি আরসিবি ব্যাটারের

লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে আছেন জশপ্রীত বুমরা। বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্ট খেলতে নেমে পিঠের চোটে পড়েছিলেন তিনি, সেই চোটের কারণে চার মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি তিনি, মিস করেছেন চলমান আইপিএলের শুরুর চার ম্যাচও। তবে সুস্থ হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে যোগ দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে আজকের ম্যাচেই খেলতে দেখা যেতে পারে তাঁকে।

এবারের আসরে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলেছে মুম্বাই। হার্দিক পান্ডিয়ার দল হেরেছে তিনটিতেই। ফলে পয়েন্ট টেবিলেও সুবিধাজনক অবস্থায় নেই পাঁচবারের চ্যাম্পিয়নরা। দলটির সমর্থকরা আশা করছেন, দলে ফিরে ব্যবধান গড়ে দেবেন বুমরা।


বিজ্ঞাপন


এদিকে বুমরার ফেরা নিয়ে অবশ্য খুব একোটা আতঙ্কিত নন আরসিবির ব্যাটার টিম ডেভিড। বরং তার দলের ব্যাটাররা যে বুমরার বিপক্ষেও ভালো খেলবে এমন আশার কথাই জানিয়েছেন তিনি। আরসিবির এই অস্ট্রেলিয়ান ব্যাটার জানিয়েছেন, বুমরার করা প্রথম বলেই চার অথবা ছক্কা হাঁকিয়ে তাঁকে স্বাগত জানাবে আরসিবির ব্যাটার।

ডেভিড ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আশা করি আগামীকাল (আজ) রাতে বুমরা প্রথম ওভার করবে এবং আমাদের যে ব্যাটসম্যানই ওপেনিংয়ে নামুক, তার প্রথম বলেই চার অথবা ছক্কা মারবে—এটাই আমাদের বার্তা।’

তবে বুমরাকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন ডেভিড। ভারতীয় পেসারকে প্রশংসায় নিয়ে তিনি বলেন, ‘সবাই ভালো করেই জানে, বুমরা বিশ্বের সেরা বোলার। তাঁকে আবার টুর্নামেন্টে (আইপিএলে) দেখতে পারাটা দারুণ ব্যাপার হবে। কারণ, সে থাকলে খেলাটা আরও ভালো হবে। তবে আমরা তাঁকে সামলানোর চ্যালেঞ্জ নিতে চাই। আমরা এই টুর্নামেন্টের গভীরে যেতে চাই। প্লে-অফে খেলতে চাইলে আমাদের সেরা দল ও সেরা খেলোয়াড়দের হারাতে হবে।’

বুমরার ইয়র্কার থেকে নিজেকে সামলে রাখার চেষ্টা করবেন জানিয়ে ডেভিড বলেন, ‘জানি, সে মারাত্মক ইয়র্কার করবে। আমি শুধু আমার পায়ের আঙুলগুলো নিরাপদে রাখার চেষ্টা করব (হাসি...)। সে একজন অসাধারণ বোলার। যখন আপনি সেরা দল ও সেরা খেলোয়াড়ের বিপক্ষে পারফর্ম করবেন, তখন অসাধারণ অনুভূতি হবে। তাই আমিও সেরাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর