বয়স ৪৩ পেরিয়ে গেছে, হাঁটু আগের মতো সাড়া দেয় না, তবুও তার নামেই গ্যালারি গর্জে ওঠে, তাকে দেখতেই মাঠে ভিড় জমায় হাজারো দর্শক। আন্তর্জাতিক ক্রিকেটকে আরও আগেই বিদায় বললেও ক্রিকেটপ্রেমীদের কাছে মহেন্দ্র সিং ধোনি এখনো আশা, ভরসা আর ভালোবাসার অপর নাম। জাতীয় দলের জার্সিকে বিদায় বলে দিলেও আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখনও মাঠে নামছেন ধোনি। তবে ২০২৫ সালে তার মন্থর ব্যাটিংয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭৬ রান করেছেন তিনি। তার ব্যাটিং দেখে গুঞ্জন উঠেছে এই মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন ধোনি। অবশ্য গেল বেশকিছু মৌসুম থেকেই আলোচনায় অবসর নিচ্ছেন তিনি। তবে প্রতিবারই সবাইকে ভুল প্রমাণ করে চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি।
বিজ্ঞাপন
এবারের মৌসুমের শুরু থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। তার মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর খোদ চেন্নাই সমর্থকরাই! চেন্নাই সুপার কিংসের সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে হারলেও আলোচনার কেন্দ্রে ছিলেন এমএস ধোনি।
গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা-মা, মাঠের পারফরম্যান্সে দেখা গেল চেনা সেই শান্ত অথচ দৃঢ় ধোনিকে—যদিও বড় ইনিংস খেলতে পারেননি তিনি, ২৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই ম্যাচের সময় ধোনির স্ত্রী সাক্ষী নাকি মেয়ে জিভাকে বলেছিলেন, বাবার ‘শেষ ম্যাচটা’ দেখে নাও!
এসব গুঞ্জনের মাঝে ধোনি নিজেই অবসর নিয়ে ভাবনা জানিয়েছেন তিনি। রাজ শামানির এক পডকাস্টে ধোনি অবসর নিয়ে বলেন, ‘আমি এখনো আইপিএল খেলছি। আমার বয়স ৪৩। এবারের মৌসুম শেষে সেটা হবে ৪৪। আমি আরও একটি বছর খেলতে চাই কিনা সেটার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ১০ মাস সময় আছে। আইপিএল খেলার সিদ্ধান্ত আমার নয়। খেলতে পারব কিনা সেটা আমার শরীরে ওপরও নির্ভর করছে।’