শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুম্বাইয়ের স্কোয়াডে যোগ দিলেন বুমরা, খেলবেন আরসিবির বিপক্ষে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

মুম্বাই ইন্ডিয়ান্সে যেন হঠাৎ করেই কিছুটা স্বস্তির হাওয়া। হারের চাপ, চোটের চিন্তা, সমালোচনার ঝড়- সব কিছুর মাঝেও একটা খবর যেন সুসংবাদ হয়ে এলো। ফিরে এসেছেন জসপ্রিত বুমরা! ইনজুরির ধাক্কায় ছিলেন দল থেকে দূরে, যাকে ছাড়া মুম্বাইয়ের বোলিং আক্রমণ ঠিক যেন প্রাণহীন।

আগামী সোমবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগেই মুম্বাই দলে যোগ দিয়েছেন তিনি। শনিবার বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স থেকে সবুজ সংকেত পাওয়ার পরই মুম্বাই শিবিরে ফেরেন বুমরাহ। জানুয়ারির পর থেকে সেখানেই চলছিল তার রিহ্যাব, কারণ দীর্ঘদিন ধরে পিঠের নিচের দিকে স্ট্রেস-জনিত সমস্যায় ভুগছিলেন তিনি।


বিজ্ঞাপন


এই প্রত্যাবর্তন হঠাৎ নয়, এ যেন ধীরে ধীরে ফিরে আসার এক পরিকল্পিত পথচলা। পুনরায় মাঠে নামার আগে ফিটনেস যাচাইয়ের জন্য একটি-দুটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল তার। সেটা তিনি সেন্টার অব এক্সিলেন্সে খেলেছেন কি না, না কি মুম্বাইয়ের সঙ্গে খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে নিশ্চিত যেটা, তা হলো তিনি এখন সম্পূর্ণ সুস্থতার কাছাকাছি, আর খুব শিগগিরই দেখা যাবে তাকে ২২ গজে।

বুমরার মাঠে ফেরা সম্পর্কে সবশেষ জানা গিয়েছিল ৪ এপ্রিল, তখনও বলা হয়েছিল, আরসিবির বিপক্ষে ম্যাচটা হয়তো খেলা হবে না তার।

দলে যোগ দেওয়ার পর এখন বুমরা কবে খেলবেন সে সম্পর্কে পরিকল্পনা সাজাবে মুম্বাইয়ের কোচিং স্টাফ। কারণ সামনে যে বড় চ্যালেঞ্জ, ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ শুরু ২৮ জুন থেকে। তার আগে পুরোপুরি ফিট না হয়ে মাঠে ফিরতে চান না বুমরাহ।

এই আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস, জিতেছে মাত্র একটি। বুমরাহকে ছাড়া নতুন মুখ হিসেবে দেখা গেছে সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর আর আশ্বিনী কুমারকে। আক্রমণের মূল ভরসা এখন ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার, সঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু এই পুরো ব্যবস্থায় বুমরার অনুপস্থিতি টের পাওয়া গেছে প্রতিটি ম্যাচেই।


বিজ্ঞাপন


২০১৩ সাল থেকে মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলছেন বুমরা, ১৩৩ ম্যাচে ১৬৫টি উইকেট নিয়েছেন তিনি। এই এক যুগে শুধু ২০২৩ সালেই তাকে খেলতে দেখা যায়নি, সেই একই পিঠের চোটের জন্য। এবার আবারও সেই চোটেই ভুগেছিলেন, যা শুরু হয়েছিল জানুয়ারিতে সিডনিতে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যান, যে টুর্নামেন্টে ভারত শেষ পর্যন্ত ট্রফি ঘরে তোলে।

এই ইনজুরির আগে মার্চ ২০২৩-এ পিঠের অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। এরপর এটাই ছিল তার প্রথম বড় ধাক্কা। কিন্তু এবার ফিরলেন সাবধানে, ধাপে ধাপে, নিজেকে তৈরি করেই।

এখন প্রশ্ন একটাই, মাঠে ফিরলেই কি পুরনো সেই আগুন ঝরানো বুমরাহকে দেখা যাবে? মুম্বাইয়ের ভক্তরা সেই অপেক্ষাতেই। হয়তো খুব শিগগিরই আবার দেখা যাবে, ডেথ ওভারে ঠান্ডা মাথায় উইকেট নেওয়া সেই বোলারকে, যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন