বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরখাস্ত দরিভাল, কে হবেন ব্রাজিলের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

বরখাস্ত দরিভাল, কে হবেন ব্রাজিলের নতুন কোচ

ব্রাজিলের প্রধান কোচ হিসেবে চাকরিটা আর বাঁচাতে পারলেন না দরিভাল জুনিয়র। অত বছরের জানুয়ারিতে সেলেসাওদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে তার অধীনে পুনরুত্থানের পথ খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের হার দরিভালের চাকরি হারানো নিশ্চিত করেছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবএফ জানিয়েছে, দরিভালকে বরখাস্ত করা হয়েছে, এখন নতুন কোচের সন্ধাণ করছে তারা। 

এদিকে দরিভালের পর ব্রাজিলের প্রধান কোচ কে হবেন তা নিয়ে ভক্ত-সমর্থকদের জল্পনা-কল্পনা থেমে নেই। দরিভালের পর ব্রাজিলের কোচ হওয়ার ক্ষেত্রে ফের আলোচনায় আনচেলত্তির নাম। সেলেসাওদের কোচের পদ তাকেই দেখা যাবে এমনটাই বলছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে ইতালিয়ান এই কোচকে পাওয়া খুব একটা সুবিধা হবে না বলেই ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


রিয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়ালের। এর আগেই আনচেলত্তিকে নিয়োগ করতে হলেও অন্তত চলতি মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে সেলেসাওদের। এদিকে আনচেলত্তিকে যদি শেষ পর্যন্ত না পাওয়া যায় সে জন্য প্ল্যান বি ও প্রস্তুত রেখেছে ব্রাজিল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত আনচেলত্তিকে না পাওয়া গেলে, হোর্হে জেসুসকে কচ করার কথা ভাবছে ব্রাজিল। পর্তুগীজ এ কোচ বর্তমানে আল হিলালের দায়িত্বে আছেন। তবে চলতি মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হবে তার।

এদিকে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের কোচ হিসেবে দেখা যেতে পারে পেপ গার্দিওলাকেও। সাম্প্রতিক অতীতে জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজের আগ্রহের কথা প্রকাশ করেছিলেন গার্দিওলা। কোনো জাতীয় দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিতে চান এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে ম্যানচেস্টার সিটি ছেড়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের আগমুহূর্তে এসে গার্দিওলা ব্রাজিলের কোচ হবেন কি না তা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কার অধীনে আগামী বিশ্বকাপে খেলবে তা হয়তো জানা যাবে আরও কিছুদিন পরই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর