বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘কথা কম বলো’, রাফিনিয়াকে ওতামেন্দি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে আজ এক হালি গোল খেয়েছে ব্রাজিল। অথচ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে কত কথাই না বলেছিলেন সেলেসাও তারকা রাফিনিয়া। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এ তারকা মাঠে এবং মাঠের বাইরে আলবিসেলেস্তেদের গুঁড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে হুলিয়ান আলভারেজদের বিপক্ষে খেলতে নেমে উল্টো নিজেরাই লজ্জার হার হেরেছেন। 

নিজেদের মাঠে ‘সুপার ক্লাসিকোতে’ ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে লিওনেল স্কালোনির দল। মাঠে নেমে ব্রাজিলকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল মেসিহীন আর্জেন্টিনা। আর পুরো ম্যাচেই রাফিনিয়াকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।


বিজ্ঞাপন


ম্যাচের আগে আর্জেন্টিনাকে হারানোর হুঙ্কার দিয়ে তারকা এই ফুটবলার বলেন, “সবশেষ যখন আমরা মারাকানায় খেলেছিলাম, তখন আমি ছিলাম, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। এখন আমাদের জিততে হবে। চলো, তাদের হারাই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও।”

এদিকে রাফিনিয়ার এমন কথা যে আর্জেন্টাইন ফুটবলাররা ভালো ভাবে নেয়নি তা গেছে খেলা চলাকালীনই। ম্যাচের ৩৮ মিনিটে তালিয়াফিকোকে ফাউল করেন রাফিনিয়া। তখন ওতামেন্দি, পারদেস, রদ্রিগো ডি পলরা তেড়ে যান রাফিনিয়ার দিকে। এ সময়ই ওতামেন্দি রাফিনিয়াকে বলেন, ‘কথা কম বলো’।

রাফিনিয়ার মন্তব্য নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, রাফিনহার মন্তব্যের কারণেই কি আর্জেন্টাইনরা ব্রাজিলের ওপর এমন ঝড় বইয়ে দিল? জবাবে বরাবরের মতোই শান্ত থাকলেন স্কালোনি, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা, এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি। আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর