বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাজিলকে বিধ্বস্ত করা আর্জেন্টাইন দলকে যে বার্তা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

স্বপ্নের এক রাত কাটল আর্জেন্টিনার জন্য। লিওনেল মেসি, পাউলো দিবালা, লাউতারো মার্তিনেসদের ছাড়াই সুপার ক্লাসিকোয় তারা ব্রাজিলকে বিধ্বস্ত করল ৪-১ গোলে। মনুমেন্তাল স্টেডিয়ামে ছন্দময়, হৃদয়কাড়া ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে যেন ছেলেখেলাতেই মেতেছিল আর্জেন্টিনা।

চোটের জন্য ম্যাচটা খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ম্যাচ থেকে চোখ সরাননি একটি পলকও। আর্জেন্টিনা ৪ গোল দেওয়ায় দলকে অভিনন্দন জানিয়েছেন ইনস্টাগ্রামে।


বিজ্ঞাপন


সেখানে মাঠের একটি ছবি পোস্ট করে দিয়েছেন ৫টি তালির ইমোজি। এমন জয়ে অধিনায়ক হিসেবে দূরে থাকলেও সতীর্থদের প্রাণভরা অভিনন্দন জানাতে দেরী করেননি মেসি।

৬৭

রাফিনিয়া ম্যাচের আগে আগুন জ্বালালেও এটা বড় করে দেখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বললেন, ‘আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি কাউকে আঘাত দেওয়ার জন্য এটা করেনি ও। সে তার দেশকে এগিয়ে রেখেছে, এই তো।’

বার্সেলোনায় দারুণ ছন্দে থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে বিবর্ণ ছিলেন রাফিনিয়া। লক্ষ্যে কোন শট ছিল না তার। কোন ড্রিবল করতে পারেননি, একটি ক্রসও ফেলতে পারেননি সতীর্থদের জন্য। উল্টো হলুদ কার্ড দেখেছেন একটি। এজন্যই কিনা ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের সঙ্গে উদযাপনে মাতার সময় অবধারিতভাবে চলে আসে রাফিনিয়ার প্রসঙ্গ!


বিজ্ঞাপন


২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচে আজই প্রথম অন্তত ৪ গোল হজম করল ব্রাজিল। আর লাতিন কোনো দলের বিপক্ষে ৪ গোল হজম করল ১৯৮৭ কোপা আমেরিকার পর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর