শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের এ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজ শেষে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে লড়বে ব্ল্যাকক্যাপসরা।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ২৯ মার্চ থেকে নেপিয়ারের ম্যাকলারেন পার্জকে শুরু হবে এ সিরিজ। আসন্ন এ সিরিজে কিউইদের সাদা বলের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার থাকবেন না। ফলে অধিনায়কের পদে দেখা যাবে টম ল্যাথামকে।


বিজ্ঞাপন


পাকিস্তানের বিপক্ষে এ সিরিজের জন্য অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখও দলে রেখেছে নিউজিল্যান্ড। দলের ১৩ সদস্যের মধ্যে ৮ জনই খেলেছেন কদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

দলে নতুন করে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার নিক কেলি ও বাঁহাতি পেসার মুহাম্মদ আব্বাস। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন এ দুইজন। আইপিএলে খেলছেন বলে এ সিরিজে থাকছেন না রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপ্স ও মিচেল স্যান্টনারের মত তারকারা।

এছাড়া দলে থাকছেন না কেইন উইলিয়ামসনও। ওপেনিংয়ে নতুন ডাক পাওয়া কেলির সঙ্গে জুটি গড়বেন উইল ইয়াং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি।

নিউজিল্যান্ড স্কোয়াড:


বিজ্ঞাপন


টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন