শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

গতকাল মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম।

লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য গতকাল জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। গণমাধ্যমকে বিষয়টি তাদের আসার খবরটি নিশ্চিত করেছিলেন ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল।


বিজ্ঞাপন


জানা গেছে সাকিবের বাবা-মা তামিমের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গিয়েছেন। তামিমের অসুস্থতার পর থেকেই তার সতীর্থ, ভক্ত-সমর্থকসহ পুরো দেশের মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আজ দুপুরে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এই মুহূর্তে অনেকটাই শঙ্কামুক্ত তামিম। পরিবারের সবার সঙ্গে কথা বলার পাশাপাশি খাওয়া-দাওয়ায় করছেন তিনি। আগামী তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তামিম। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে আজ সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, 'আপনারা জানেন যে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের একটি কঠিন সময় যাচ্ছে। যে পর্যায়ের ক্রিটিকাল পিরিয়ড ছিল আমরা সেখান থেকে একেবারে না হলেও কিছুটা কাটিয়ে উঠেছি। উনি সুস্থ আছেন, খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন।'

তামিমের অবস্থা নিয়ে কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, 'আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন। এরপর ডাক্তাররা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন, তবে এর আগে উনাকে নিয়মের মধ্যেই থাকতে হবে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর