বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচ খেলতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং রিংও পরানো হয়েছে। তামিমের এমন গুরুতর অসুস্থ হওয়ার খবরে মর্মাহত হয়ে পড়েছেন তার সতীর্থরা থেকে দেশের নানা পেশার মানুষ। বাদ জাননি সম্প্রতি বাংলদেশ ফুটবল দলে যোগ দেওয়া হামজা চৌধুরীও।
দেশের একটি টেলিভিশনের প্রকাশিত ভিডিওতে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে হামজা বলেন, ‘এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে। তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা। ইনশাল্লাহ, সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।’
বিজ্ঞাপন
তামিমের এমণ খবরে সতীর্থরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।
তামিক ইকবাল হার্ট অ্যাটাক করেছেন, এমন খবরে সতীর্থদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সবার চোখে-মুখে উদ্বেগ, মাথায় শুধুই তামিমকে নিয়ে ভাবনা। স্রষ্টার কাছে করেই চলেছেন প্রার্থনা।
শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও তামিমের অসুস্থতায় উদ্বিঘ্ন। ফেসবুকে তার অফিসিয়াল পেজে লেখা হয়েছে, তামিমের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। লড়াই চালিয়ে যাও, যেভাবে মাঠে সবসময় করে দেখিয়েছ।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলী খান লিখেছেন, তামিমের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আল্লাহ তায়ালা তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার শক্তি ও সাহস দিন। আমিন।