শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইউরোপে থ্রিলারের রাত: রোমাঞ্চকর টাইব্রেকার জিতে সেমিতে ফ্রান্স-স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

loading/img

ফুটবল প্রেমিদের জন্য রোমাঞ্চকর এক রাত। গতকাল রাতে এক সঙ্গে লড়াইয়ে নামে ইউরোপীয় ফুটবলের পরাশক্তিগুলো। উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লিগে মুখোমুখি হয় বাঘা বাঘা ৮ দল। নেদারল্যান্ডস-স্পেন, ক্রোয়েশিয়া-ফ্রান্স, ডেনমার্ক-পর্তুগাল ও ইতালি-জার্মানি। যেখানে রোমাঞ্চের পসরাই বসেছিল নেদারল্যান্ডস-স্পেন ও ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচে। 

৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে সমতা থাকে ৩-৩’এ। প্রথম লেগে ২-২ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিস করেন স্পেনের সময়ের আলোচিত তারকা লামি ইয়ামাল। তবে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জিতে নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করল স্পেন। অপরদিকে প্রথম লেগে ২-০ গোলে হারা ফরাসিরা ঘরের মাঠে নির্ধারিত সময়ে একই ব্যবধানে জয় পায়। এরপর পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে এমবাপের দল। সেমিফাইনালে স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের।


বিজ্ঞাপন


ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে হারা ফ্রান্স ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে প্রথম হাফে গোলের দেখা পায়নি ফরাসিরা। দ্বিতীয় হাফে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ফল পায় দেশমের দল। ৫২তম মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেন ওলিসে। যা ফ্রান্সের জার্সিতে তার প্রথম গোল। ম্যাচটি ১-০ গোলে শেষ হওয়ার পথেই ছিল। তবে ম্যাচ শেষের দশ মিনিটে আগে আবারও গোল পায় ফ্রান্স। ৮০তম মিনিটে ওলিসের পাস থেকে গোল করে দুই লেগ মিলিয়ে ফ্রান্সকে সমতায় ফেরান উসমান দেম্বেলে। 

এর আগে দুইটি সহজ সুযোগ মিস করেন এমবাপে। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম পাঁচ শটে দুই দলই দুইটি করে মিস করে। তবে পড়ে নেয়া দুই শটের দুইটিতেই ফ্রান্স গোল পেলেও ক্রোয়েশিয়ার একটি শট ঠেকিয়ে দেয় ফরাসি গোলকিপার। আর তাতেই জয়ের উল্লাসে মাতে এমবাবে-মুয়ানিরা।

দ্বিতীয় লেগে আগে লিড পায় স্পেন। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন মিকেল ওয়ার্জিবাল। প্রথমার্ধ লিড ধরে রেখেই শেষ করে স্বাগতিক দলটি। ৫৪ মিনিটে পেনাল্টিতে গোল করে ডাচদের সমতায় ফেরান মেম্পিস ডিপে। ৬৭ মিনিটে ওয়ার্জিবাল দ্বিতীয় গোলে স্পেনকে ফের লিড এনে দেন। ১২ মিনিট ফের ইয়ান ম্যাটসেনের গোলে ফের সমতায় ফেরে নেদারল্যান্ডস। ২-২ সমতায় ম্যাচের নির্দিষ্ট সময় শেষ হয়।

অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৩ মিনিটে লামিন ইয়ামালের গোলে আরও একবার লিড পায় স্পেন। মিনেট ছয়েক পর পেনাল্টিতে গোল করে ডাচদের সমতায় ফেরান জাভি সিমন্স। ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ। দুই লেগ মিলে ৫-৫ গোলে ড্র করে দুদল। টাইব্রেকারে গড়ালে দুদলই ছয়টি করে শট নেয়। স্প্যানিশদের হয়ে কেবল লামিন ইয়ামাল জালে বল পাঠাতে ব্যর্থ হন। ডাচদের মিস করেন ল্যাং ও মালেন। ৫-৪ ব্যবধানে জিতে শেষ হাসিটা হাসে স্পেন।


বিজ্ঞাপন


অন্যদিকে ডেনমার্কের কাছে প্রথম লিগে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। তবে দ্বিতীয় লিগের ঘরের মাঠে দারুণ প্রত্যাবর্তন করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দুই লিগ মিলিয়ে ৭ গোলের ম্যাচে তিন গোলের ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে প্রথম লেগে জার্মানির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল ইতালি। ফিরতি লেগে লড়াই করেছিল তারা। ৩-৩ গোলে ড্র করলেও প্রথম লেগে পরাজয়ের মাশুল দিতে হয়েছে তাদের। ইতালিকে হারিয়ে সেমিতে পর্তুগালের বিপক্ষে লড়বে জার্মানি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর