বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাজিল তো ব্রাজিলই, তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ- স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর পরের ম্যাচে হার এড়াতে পারলেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। এছাড়া লিভিয়া ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জিততে ব্যর্থ হলেও বিশ্বকাপে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

এদিকে বাছাইয়ে নিজেদের পরের ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে। সুপার ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে নিজের দলের সেরা তারকাদের পাচ্ছেন না লিওনেল স্কালোনি। চোটের কারণে দলে নেই লিওনেল মেসি-লাউতারো মার্তিনেস-পাওলো দিবালাসহ আরও কয়েকজন।


বিজ্ঞাপন


এদিকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলও আছে সেরা ছন্দে। নিজেদের সবশেষ ম্যাচে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

মেসি-মার্তিনেসদের ছাড়া ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে সেলেসাওদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই আখ্যায়িত করেছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তিনি বলেন, “ব্রাজিল তো ব্রাজিলই। তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে, কয়েক জন বিশ্বসেরা। জানি, তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবে। আমরা তাদের সম্মান করি। তাদের খেলা আমরা পর্যালোচনা করেছি। সামনের ম্যাচটা আরেকটু কঠিন হবে, এছাড়া আর কিছু বলার নেই, অসাধারণ এক প্রতিপক্ষ।”

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল আর্জেন্টিনা। ১-০ গোলের সেই জয়ের ম্যাচে হাতাহাতিতে জড়িয়েছিল দুই দলের সমর্থকরা। এবার ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ঘরের মাঠে সেলেসাওদের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর