শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

হ্যারি কেইনকে চারবার কেনার চেষ্টা সিটির  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

হ্যারি কেইনকে চারবার কেনার চেষ্টা সিটির  
ছবি:সংগৃহীত

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন গত গ্রীষ্মকালীন দলবদলে তাঁর দল হ্যারি কেইনকে টটেনহাম থেকে ইত্তিহাদে চারবার ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 

আজ প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে মাঠে নামার আগে এমন মন্তব্য করে গার্দিওলা বলেন তিনি শঙ্কিত ছিলেন একজন স্ট্রাইকারের অভাব চলতি মৌসুমে তাকে ভোগাতে পারে। 


বিজ্ঞাপন


যদিও এ মৌসুমে নিজেদের ষষ্ঠ লিগ শিরোপা জয়ের জোড়ালো সম্ভাবনা আছে সিটির। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে তারা। ২৫ ম্যাচ শেষে সিটির বিপক্ষ দলের জালে বল পাঠিয়েছে ৬১ বার। 

ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে কেইনকে কিনতে কয়েক দফায় চেষ্টা করলেও টটেনহাম তাঁদের দলের সবচেয়ে ভালো খেলোয়াড়কে ছাড়তে রাজি হয়নি।  

'এখন হ্যারি কেইন যে আমাদের নয় এটা নিশ্চিত। সবকিছু ভালোভাবেই চলছে। কিন্তু আমি জানিনা আগামী কয়েক সপ্তাহে কি ঘটতে যাচ্ছে বিশেষ করে আমরা কমিউনিটি শিল্ডে হটস্পার ও লিস্টার সিটির কাছে হেরেছি।' 


বিজ্ঞাপন


স্ট্রাইকার না থাকলেও দলের খেলোয়াড়দের সাথে মানিয়ে নিয়ে চলার ব্যাপারে ইঙ্গিত দেন পেপ – ‘ক্লাব আমাকে খেলোয়াড় দিয়েছে এবং আমি সবসময় তাদের নিয়ে উচ্ছ্বাসিত এবং যখন আমরা একসাথে যা কিছু করতে পারি। হয়তো আমাদের পুরোদস্তুর স্ট্রাইকার থাকলে আমরা একজন স্ট্রাইকার নিয়ে খেলতাম। কিন্তু আমাদের যে খেলোয়াড় আছে তাদের সাথে আমাদের মানিয়ে নিতে হবে।’ 

দলে পুরোদস্তুর স্ট্রাইকার না থাকলেও ৬১ গোলের বেশিরভাগই এসেছে রাহিম স্টার্লিং, বার্নার্দো সিলভা ও রিয়াদ মাহরেজ পা থেকে। প্রত্যেকেই এই মৌসুমে এখন পর্যন্তু গোল করেছেন দুই অঙ্কের ঘরে। 

এসও 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর