বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়ে পাকিস্তানকে জেতালেন নওয়াজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঘরের মাঠে আয়োজন করা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম পর্ব থেকেই বাদ পড়ে পাকিস্তান নিউজিল্যান্ড সফরে গিয়েও প্রথম দুই ম্যাচে সফলতার দেখা পায়নি পাকিস্তান। কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই হারের মুখ দেখে ম্যান ইন গ্রিনরা। সিরিজ বাঁচাতে আজ তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্পই ছিল সালমান আঘার দলের সামনে। এমন ম্যাচেই ব্যাট হাতে জ্বলে ওঠেছেন হাসান নওয়াজ, ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আর তার এই অপরাজিত শতকের সুবাদেই ২৪ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান।

সিরিজের তৃতীয় ম্যাচে অকল্যান্ডে আজ পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করেছে নিউজিল্যান্ড। শুরুতেই ফিন অ্যালেন ফিরলেও স্বাগতিকরা আজ বড় সংগ্রহের দেখা পেয়েছে মার্ক চাপম্যানের ৯৪ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে।  কিউই এই ব্যাটার ৪৪ বলে করেন ৯৪ রান। এছাড়া মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে ৩১ রানের সুবাদে ১৯.৫ ওভারে অল আউট হওয়ার আগে ২০৪ রানের দেখা পায় নিউজিল্যান্ড। 


বিজ্ঞাপন


জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের হাসান নওয়াজ খেলেছেন ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। আর দলকে জেতানোর পথে সেঞ্চুরি করার পাশাপাশি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন নওয়াজ। 

প্রথম দুই ম্যাচ হারলেও আজ ২০৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ম্যান ইন গ্রিনদের দুই ওপেনার শুরুটা করেছিলেন দুর্দান্ত। দুজন মিলে উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে স্কোরবোর্ডে তুলেন ৭৪ রান। মোহাম্মদ হারিস ২০ বলে ৪১ রান করে আউট হন। এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম দুই ম্যাচেই ডাক মারা নওয়াজ আজ নিজের তৃতীয় ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। 

দলকে জেতানোর পথে আজ তিনি সেঞ্চুরি করেন ৪৪ বলে। ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১০টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন নওয়াজ। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এটিই। এর আগে রেকর্ডটি ছিল বাবর আজমের। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৪৯ বলে। 

এদিকে নওয়াজের দ্রুততম এই সেঞ্চুরির ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ এর বেশি রান দ্রুততম সময়ে তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে পাকিস্তান। দলকে জেতানোর পথে আজ নওয়াজকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক সালমান। তিনি ৩১ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন