বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

অনাকাঙ্ক্ষিত শতকে তাসকিনের বিব্রতকর রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বল হাতে নতুন রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। তবে এই রেকর্ড ভুলে যেতে চাইবেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। রেকর্ডটি যে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবেচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের!  আনন্দটার রেশ এখনও নিশ্চয়ই আছে। তবে ওই আনন্দের মাঝেই আজ বিব্রতকর এক রেকর্ডকে সঙ্গী করেছেন তাসকিন। 

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলতে নেমে ১০ ওভারে ১০৭ রান খরচ করেছেন তাসকিন। ৩ উইকেট পেলেও আলোচনায় তার ব্যয়বহুল বোলিং নিয়ে। যেখানে তার ইকোনমি রেট ছিল ১০.৭০। বোলিং স্পেলে ১৫ চার ও ৫ ছক্কা হজম করেছেন। ৬০ বলের মধ্যে ছিল ২৬ ডট বলও।


বিজ্ঞাপন


বাংলাদেশের মাটিতে এটিই স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল বোলিং। এছাড়া বাংলাদেশের যেকোনো ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড এখন তাসকিনেরই।

পেসার শাহাদাত হোসেন ২০১১ সালের ২৯ এপ্রিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার সাহারা পার্কে অনুষ্ঠিত সেই ম্যাচটিই বাংলাদেশের যেকোনো ক্রিকেটারের ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়ার ঘটনা।

এছাড়া বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন ইকবাল হোসেন। প্রিমিয়ার লিগের গত আসরে ফতুল্লায় পেসার ইকবাল হোসেন ইমন ৯ ওভারে ১০৪ রান দিয়েছিলেন। সেটাই ছিল দেশের মাটিতে সর্বোচ্চ ব্যয়বহুল বোলিং। এবার তাসকিন ছাড়িয়ে গেলেন সবকিছুকে।

তাসকিনের রান বিলিয়ে আসার ম্যাচে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেন তিনি। তার সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স মোহামেডানের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub