আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। ৮ জন ক্রিকেটারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ৮ ক্রিকেটারকে সব মিলিয়ে ৩০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে আমের জামালকে। জরিমানা হিসেবে তাকে দিতে হবে ১৩ লাখ রুপি।
আমের জামালকে বড় অঙ্কের জরিমানা করার পেছনে রাজনৈতিক কারণ আছে বলেও জানা গেছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। ওই সিরিজের প্রথম টেস্টে মুলতানে আমের জামাল মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলার সময় যে ক্যাপ পরেছিলেন তাতে লেখা ছিল ৮০৪ সংখ্যাটি।
‘৮০৪’ সংখ্যাটি পাকিস্তানে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আছে। এই সংখ্যাটি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানের সঙ্গে সম্পর্কিত। বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে বন্দী আছেন। কারাগারে থাকা ইমরানের কয়েদী নম্বর ৮০৪। সাবেক এই অধিনায়কের সমর্থকেরা গান, ভিডিও, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন জায়গায় ‘কয়েদি নম্বর ৮০৪’ ব্যবহার করে থাকেন।
‘৮০৪’ লেখা টুপি পরে আমের জামালের সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলার বিষয়টিকে ‘নিরপেক্ষতা নীতির’ লঙ্ঘন হিসেবে দেখছে পিসিবি। আমের জামাল ছাড়াও আরও ৭ ক্রিকেটারকে জরিমানা করেছে পিসিবি।