রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কবে-কখন মাঠে নামবে দলগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। পরিবর্তিত ফরম্যাটে ইউরোপ সেরার এ প্রতিযোগীতা জমে ওঠেছে বেশ। লিগ পর্ব, প্লে-অফের পর শেষ হয়েছে শেষ ষোলোর খেলাও। রাউন্ড অব সিক্সটিন শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আট দল এবার মাঠে নামবে সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে।

এবারের আসরে শেষ ষোলোর দুইটি ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল এবার চ্যাম্পিয়ন্স লিগেও লিগ পর্ব শেষে এক নম্বরে থেকে নিশ্চিত করেছিল শেষ ষোলোইয় খেলা। রাউন্ড অব সিক্সটিনে অলরেডদের প্রতিপক্ষ হয়েছিল পিএসজি। দুই দলই ছিল চূড়ান্ত ফর্মে। ফলে লড়াইটাও যে হাড্ডাহাড্ডি হবে তাও ধারণা করেছিল অনেকেই।


বিজ্ঞাপন


দুই দলের লড়াইটাও হয়েছে দারুণ। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে পিএসজি। টাইব্রেকারে অলরেডদের হারিয়ে শেষ আট নিশ্চিত লুইস এনরিকের দলের। এছাড়া রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচ নিয়েও ফুটবলপ্রেমীদের ছিল তুমুল আগ্রহ। প্রথম লেগে ঘরের মাঠে জয়ের পর দ্বিতীয় লেগেও কঠিন লড়াই করেছে রিয়াল। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানো ম্যাচটি জিতে নেয় লস ব্লাঙ্কোসরা।

এই দুই ম্যাচ ছাড়া শেষ ষোলোর বাকি ম্যাচগুলোতে জয় পেয়েছে ফেভারিট দলগুলোই। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা বেনফিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। পিএসভিকে দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আর্সেনালের। এছাড়া অ্যাস্টন ভিলা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান এবং বরুশিয়া ডর্টমুন্ডের মত দলগুলোও জায়গা করে নিয়েছে শেষ আটে।

চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী মাস থেকে। চলুন দেখে নেওয়া যাক শেষ আটে কোন দলের প্রতিপক্ষ কারা, ম্যাচগুলোই বা অনুষ্ঠিত হবে কখন। 

fixtures_madrid


বিজ্ঞাপন


প্রথম লেগের ম্যাচের সময়-সূচি 

ম্যাচ  তারিখ  সময় 
আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ  মঙ্গলবার, ৮ এপ্রিল  দিবাগত রাত ১টা 
বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান মঙ্গলবার, ৮ এপ্রিল  দিবাগত রাত ১টা  
পিএসজি বনাম অ্যাস্টন ভিলা  বুধবার, ৯ এপ্রিল দিবাগত রাত ১টা
বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড বুধবার, ৯ এপ্রিল  দিবাগত রাত ১টা

দ্বিতীয় লেগের ম্যাচের সময়-সূচি

ম্যাচ  তারিখ  সময় 
অ্যাস্টন ভিলা বনাম পিএসজি ১৫ এপ্রিল দিবাগত রাত ১টা
বরুসিয়া ডর্টমুন্ড বনাম বার্সেলোনা ১৫ এপ্রিল দিবাগত রাত ১টা
রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল  ১৬ এপ্রিল দিবাগত রাত ১টা
ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ  ১৬ এপ্রিল দিবাগত রাত ১টা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর