রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

বিশ্ব ক্রিকেট থেকে পিছিয়ে থাকা পাকিস্তানকে যে পরামর্শ ইমাদ ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

লম্বা সময় ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম্যান্স করে ম্যান ইন গ্রিনরা। এরপর কদিন আগে ঘরের মাঠে আয়োজন করা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে বাবর আজমদের।

২৯ বছর পর এবারই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের মাটিতে। তবে স্বাগতিক পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে প্রথম দুই ম্যাচ খেলেই। নিউজিল্যান্ডের পর ভারতের কাছেও হারায় টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় বাবর-রিজওয়ানডের।


বিজ্ঞাপন


এদিকে বরাবরের মত এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই ম্যান ইন গ্রিনদের নিয়ে চলছে কড়া সমালোচনা। সমালোচকদের তালিকায় সবশেষ যোগ হয়েছে ইমাদ ওয়াসিমের নাম। বাব্র-রিজওয়ানরা যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেট খেলতে পারছেন না বলেই মন্তব্য করেছেন ইমাদ।

পাকপ্যাশন ডট নেটকে দেওয়া সাক্ষাৎকারে ইমাদ বলেন, ‘আমি কথাগুলো বছরের পর বছর ধরে বলে আসছি। কিন্তু লোকে আমাকে নিয়ে হাসাহাসি করেছে। দলীয় বৈঠকেও আমি বলেছিলাম, বিশ্ব ক্রিকেট ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে আর আমরা এখনো একইভাবে খেলে যাচ্ছি। আপনাকে সেভাবেই খেলতে হবে, যেভাবে খেলা উচিত। কিন্তু (পাকিস্তান দল) এখন যেভাবে খেলছে, সেটা সঠিক উপায় নয়।’

এভাবে খেলা চালিয়ে গেলে পাকিস্তানের ম্যাচ দেখতে দর্শক আর মাঠে যাবে না জানিয়ে ইমাদ বলেন, ‘আমি (সাম্প্রতিক সময়ে) পাকিস্তান দলের কয়েকটি ম্যাচ দেখতে বসেছিলাম। পাকিস্তানি নয়, একজন ক্রিকেটার হিসেবে আমার দেখেই মনে হয়েছে, ওদের খেলা আমি আর দেখতে চাই না। এভাবে খেলতে থাকলে মানুষ ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলবে। দর্শক খেলা দেখতে মাঠে যাবে না। আপনারা নিশ্চয় (লাহোরে ২২ ফেব্রুয়ারি) ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছেন। সেই ম্যাচ কিন্তু দর্শকে ভরপুর ছিল।’

এদিকে সমালোচনা করার পাশাপাশি পাকিস্তান দলকে সমাধানও বাতলে দিয়েছেন ইমাদ। তিনি বলেন, ‘আমি সমাধান জানি। আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত মাঠে নেমেই প্রতিপক্ষের ওপর চড়াও হওয়া। শুরুতে কিছু উইকেট হারালে আবারও পরিস্থিতি বিবেচনা করা উচিত—এই উইকেটে ২৫০, ২৬০, ৩০০ রান করা সম্ভব কি না। কিন্তু শুরুতেই যদি মনে করেন, আমরা ২৫০ রান করব, তাহলে চলবে না। আমরা বিশ্ব ক্রিকেট থেকে অনেক পিছিয়ে আছি।’


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর