রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ইংলিশ ক্রিকেটারকে নিষিদ্ধ করল ভারতের ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ইংল্যান্ডের বর্তমান প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটারদের একজন হ্যারি ব্রুক। তরুণ এই ব্যাটার সাদা বলের ক্রিকেটে ইংলিশদের নতুন অধিনায়ক হতে পারেন এমন আলোচনাও আছে। তিন ফরম‍্যাটের ক্রিকেটেই দারুণ খেলেন তিনি। ইংলিশ এই ক্রিকেটার এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুই বছরের নিষেধাজ্ঞার কবলে পড়লেন।

ব্রুক বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা পেয়েছেন নিজের কারণেই। আইপিএলের গত মৌসুমেও দল পেয়েছিলেন তিনি। তবে পরে না খেলার সিদ্ধান্ত নেন। এদিকে এবারের মেগা নিলামেও চড়া দামেই বিক্রি হয়েছিলেন তিনি।


বিজ্ঞাপন


এবারের নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টের শুরু থেকেই দিল্লির হয়ে মাঠে নামার কথা ছিল এই মারকুটে ব্যাটারের।

তবে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন ব্রুক। এর আগে ২০২৪ আইপিএলের নিলাম থেকে ব্রুককে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে গত বছর তিনি খেলেননি। এবার ২০২৫ আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। যেখানে ধারণা করা হচ্ছে, বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক বানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এদিকে বিসিসিআই আগেই হুশিয়ারি দিয়ে রেখেছিলো। দল পাওয়ার পর আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেই পড়তে হবে নিষেধাজ্ঞার মুখে। ব্রুকও যে নিষেধাজ্ঞার কবলে পড়তে চলেছেন তা ধারণা করা হয়েছিল আগেই।


বিজ্ঞাপন


আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করায় দুই মৌসুমের জন্য হ্যারি ব্রুককে আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। বিসিসিআইয়ের কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়া হয়েছে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর