রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

অধিনায়কের নাম জানাল দিল্লী ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ১১:২২ এএম

শেয়ার করুন:

loading/img

দরজায় কড়া নাড়ছে আইপিএলের এবারের মৌসুম। এবারের আসর অনুষ্ঠিত হওয়ার আগে নিলাম থেকে লোকেশ রাহুলকে দলে ভিড়িয়েছিল দিল্লী ক্যাপিটালস। আবার দল ছেড়েছেন রিশব পন্ত। পন্ত দলে না থাকায় নতুন করে দলে নেওয়া রাহুলই দিল্লীর নতুন অধিনায়ক হবেন এমনটাই ভেবেছিলেন অনেকেই। ত্তবে তা হয়নি। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হওয়ার প্রস্তাবে সম্মত হননি রাহুল। 

এদিকে রাহুল অধিনায়ক না হওয়ায় নতুন নেতার খোঁজে ছিল দিল্লী। রাহুলের বদলে ভারতের জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটারকেই নিজেদের অধিনায়ক হিসেবে মনোনীত করেছে দিল্লী। দলটির অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। 


বিজ্ঞাপন


২০১৯ সাল থেকেই দিল্লীর জার্সিতে খেলছেন অক্ষর। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এখনো পর্যন্ত ৮২ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। পন্তের পর এবার দলটির অধিনায়ক তিনিই। 

কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। আইসিসির এ শিরপো জয়ে রাহুলের মতোই গুরুত্বপূর্ণ অবদান ছিল অক্ষরেরও। 

দিল্লির হয়ে আইপিএলে ৮২টি ম্যাচ খেলে ৯৬৭ রান করেছেন তিনি। ৬২টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। সব মিলিয়ে আইপিএলে ১৫০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই অলরাউন্ডারের। টুর্নামেন্টে তিনি করেছেন ১৬৫৩ রান এবং ১২৩টি উইকেট।

অক্ষরের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী বলেছেন, ‘‘অক্ষর পটেলকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি দিল্লি দলের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। এই দল যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, অক্ষর তারই প্রতীক। গত দুই মৌসুম অক্ষর আমাদের সহ-অধিনায়ক ছিলেন। এই সিদ্ধান্ত নেতা হিসাবে তাঁর অগ্রগতির প্রতিফলন। অক্ষরের প্রতি আমাদের কোচিং স্টাফ-সহ দলের সকলের আস্থা রয়েছে। অক্ষরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন।’’


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর