শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

পিআরপি ইনজেকশন নিয়েছেন মুস্তাফিজ, কারণ কী?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

পিআরপি ইনজেকশন নিয়েছেন মুস্তাফিজ, কারণ কী?

লাল সবুজ জার্সিতে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল মুস্তাফিজুর রহমানের। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে নিয়ে বেশ চর্চাও করা হয় ক্রিকেট মহলে। ডেথ ওভারে প্রতিপক্ষের জন্য হয়ে উঠেন ভয়ংকর। সেই অপ্রতিরোধ্য আলোকরশ্মি এখন বড্ড বেশি মলিন। কতশত প্রশ্নবাণে আহত। নিজেকে ফিরে পাওয়ার আপ্রাণ প্রচেষ্টাই ফিজ। চোট ও অফফর্ম নিয়ে আসন্ন আইপিএলে দল পাননি এই তারকা। 

জাতীয় দলেও সেভাবে নিজেকে দিতে পারছেন না, এরই মাঝে চোটও এখন বেশ তাড়া দিয়ে থাকে তারে। ফলে ইনজুরির জন্য প্লাটিলেট রিচ প্লাজমা (পিআরপি) ইনজেকশন নিয়েছেন টাইগার পেসার ফিজ। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি মেডিকেল বিভাগ। প্রতিবেদনটিতে আরও জানায়, ইনজেকশনের জন্য বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। ওই বিশ্রাম শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।


বিজ্ঞাপন


বিসিবির মেডিকেল বিভাগ থেকে ক্রিকবাজকে বলেছে, ‘তাকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মুস্তাফিজ নতুন কোন ইনজুরিতে পড়েননি। পূর্বে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’

পিআরপি ইনজেকশনের পর সাধারণত একজন খেলোয়াড়ের সম্পূর্ণ সুস্থ হতে সাত থেকে ১০ দিন সময় লাগে। বিসিবির মেডিকেল বিভাগ ফিজকে নিয়ে আরও জানায়, ‘সাধারণত পিআরপি ইনজেকশন নিরাময়কে উদ্দীপিত করার জন্য এবং পুনর্জন্মের মাধ্যমে ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়।’ 

ঈদের পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন মুস্তাফিজ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে পারেন তিনি। এদিকে জল্পনা চলছে এই পেসারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যেতে পারে, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানা যায়নি। 

প্রাইম ব্যাংকের একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘তিনি কবে ফিট হন আগে দেখা যাক। আমরা তাকে বাজেটের মধ্যে পেলে দলে নেব।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর