চ্যাম্পিয়নস লীগে উত্তাপ ছড়াতে ফের মুখোমুখি দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে দুই নগরপ্রতিদ্বন্দ্বীদের দেখায় ২-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে আজ রাতে অল হোয়াইটদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
একে তো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মঞ্চ। তার ওপর মাদ্রিদ ডার্বি! অ্যাটলেটিকো বিপক্ষে দ্বিতীয় লেগে তাই চাপের কথা অস্বীকার করেননি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচটা মাঠে গড়াবে আজ রাত ২টায়।
বিজ্ঞাপন
মর্যাদার এই টুর্নামেন্টে রিয়াল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন। অ্যাটলেটিকো বিপক্ষে রেকর্ডও তাদের পক্ষে। সর্বশেষ ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোস।
অতীতের সেসব ম্যাচ প্রেরণা হিসেবে যেমন কাজ করছে, তেমনি বাড়তি চাপও রয়েছে বলে মনে করেন আনচেলত্তি, ‘এখানে সমানভাবে প্রেরণা ও চাপ যদি বলেন দুটোই থাকবে অনেক। আমরা ভালো করছি। চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে উজ্জ্বীবিত থাকি, সেভাবেই আছি। তবে ম্যাচটা কঠিন হবে, এটা আমরা নিজেরাও মানি।’
গুরুত্বপূর্ণ ম্যাচ বলে সেটা শুটআউটে যাওয়ার সম্ভাবনাও থাকছে। আনচেলত্তি অবশ্য সেক্ষেত্রে কৌশলগত সামর্থ্যের চেয়ে মানসিক শক্তির ওপর জোর দিচ্ছেন, ‘আমার দলে পেনাল্টি ভালো নেয় সেরকম খেলোয়াড় আছে। কিন্তু শুটআউটে যাওয়ার ক্ষেত্রে যে সঠিক অনুভূতিটা দরকার সেটা নেই। কৌশলগত বিষয়ের চেয়ে এক্ষেত্রে মানসিক শক্তিটা ভীষণ জরুরি।’